ভারত বনাম অস্ট্রেলিয়ার সিডনি টেস্টের আগে ভারতীয় ক্রিকেট বিশ্বে বিতর্কের ঝড় উঠেছে। গৌতম গম্ভীরের সাংবাদিক বৈঠকে সাসপেন্স তৈরি হয়েছে। রোহিত শর্মাকে একাদশ থেকে বাদ দেওয়া নিয়ে অনেক কথা চলছে। এর মাঝেই উঠে আসছে ম্যাচের আগের দিনের অনুশীলন সেশনের কিছু ঘটনা। আসলে ম্যাচের আগের দিন গম্ভীর ও রোহিতকে একে অপরের সঙ্গে কোনও কথা বলতে দেখা যায়নি।
ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং জসপ্রীত বুমরাহ যখন সিডনি ক্রিকেট গ্রাউন্ডের পিচের দিকে যান তখন সময়টা দুপুর ছিল। কয়েক মিনিট পরে, রোহিত শর্মাও এই দুজনের সঙ্গে যোগ দেন, তবে প্রধান কোচ এবং অধিনায়কের মধ্যে খুব কমই কথা হয়েছিল।
আরও পড়ুন… হঠাৎ গোঁফ কেন? ইতিহাস গড়ার দিনে ছেলেকে রেকর্ড উৎসর্গ করে মজার গল্প বললেন তাসকিন
সাংবাদিক সম্মেলনে কী বললেন গম্ভীর?
ম্যাচের আগের দিন আয়োজিত সাংবাদিক সম্মেলনে অধিনায়ক রোহিত শর্মার জায়গায় আসেন গৌতম গম্ভীর। এরপর তারা পঞ্চম ও শেষ টেস্টের জন্য রোহিতের প্লেয়িং ইলেভেনে জায়গা নিশ্চিত না করার সিদ্ধান্ত নেয়। রোহিতের দলে জায়গা নিয়ে প্রশ্ন করা হলে গম্ভীর বলেন, ‘আমরা পিচ দেখে সিদ্ধান্ত নেব।’ শীঘ্রই, গৌতম গম্ভীরকে বুমরাহর সঙ্গে কথা বলতে দেখা যায়। সেই সময়ে দলের বাকি ক্রিকেটাররা ‘ওয়ার্ম আপ’ করছিল। এসসিজিতে উপস্থিত সকলেই দেখেছেন অধিনায়ক ও প্রধান কোচের মধ্যে খুব কম কথা হচ্ছিল।
আরও পড়ুন… ৪৫০ কোটি টাকার চিটফান্ড, দুর্নীতির শিকার শুভমন গিল! চার ক্রিকেটারকে তলব করল CID
সিডনিতে অবসর নিতে পারেন হিটম্যান
রোহিত শর্মা আর কোচ গৌতম গম্ভীরের পরিকল্পনায় অন্তর্ভুক্ত নন, কারণ তিনি এই মরশুমে খেলা আটটি টেস্ট ম্যাচে মাত্র একটি হাফ সেঞ্চুরি করতে পেরেছেন। জানা যাচ্ছে, সিডনি ম্যাচ খেলে অধিনায়ককে টেস্ট থেকে অবসর নেওয়ার অনুমতি দেওয়া যায় কি না সে বিষয়ে একজন প্রভাবশালী ক্রিকেট প্রশাসক প্রধান কোচের সঙ্গে কথা বলেছেন। কিন্তু প্রধান কোচের অগ্রাধিকার হল ভারত যাতে সিডনিতে জয়লাভ করে এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ফাইনালে জায়গা করে নেওয়ার দৌড়ে থাকে তা নিশ্চিত করা।
অনুশীলনে সক্রিয় দেখা যায়নি রোহিতকে
অনুশীলনের সময় পুরোপুরি সক্রিয় দেখা যায়নি রোহিত শর্মাকে। ভিন্ন ধরনের ‘স্লিপ কর্ডন’ সহ ‘ফুট ভলি’-এর একটি ম্যাচের পরে সবকিছু পরিষ্কার হয়ে যায়, যেখানে রোহিত এবং ঋষভ পন্ত একদিকে এবং বিরাট কোহলি অন্যদিকে ছিলেন। এমনকি স্লিপ ক্যাচের অনুশীলনের সময়, পন্ত, জয়সওয়াল, বিরাট এবং কেএলকে দেখা গেলেও রোহিতকে দেখা যায়নি। শুভমন গিল নেটে যোগ দিলে টপ অর্ডার ব্যাটিং অর্ডার কিছুটা পরিষ্কার হয়ে যায়। এ সময় রোহিত ড্রেসিংরুমে ছিলেন। নেট থেকে দূরে দাঁড়িয়ে বুমরাহর সঙ্গে কথা বলছিলেন গম্ভীর। অন্যদিকে ভিডিয়ো বিশ্লেষক হরি প্রসাদের সঙ্গে কথা বলছিলেন রোহিত। তারা নিজ নিজ স্থানে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে কোনও কথাবার্তা হয়নি।
আরও পড়ুন… ১৯ রানে ৭ উইকেট! মহম্মদ আমিরকে টপকে BPL-এ ইতিহাস গড়লেন তাসকিন আহমেদ
কিছুক্ষণ অনুশীলন করেন রোহিত
কিছুক্ষণ নেটে অনুশীলন করেন রোহিত শর্মা। এটা ঠিক এমসিজি-তে যেখানে তিনি ব্যাট করতে এসেছিলেন সব টপ-অর্ডার ব্যাটসম্যানরা অনুশীলন শেষ করার পরে যখন তার ইনিংস খোলার কথা ছিল। টি দিলীপ থ্রোডাউনের লাইন মিস করার পর বোল্ড হন রোহিত শর্মা। রোহিতের প্রশিক্ষণ শেষ হওয়ার পরে, তিনি বুমরাহ এবং আগরকরের সঙ্গে নেট ছেড়ে চলে গেলেও গম্ভীর সেখানেই থেকে যান। জানা গেছে, প্রশিক্ষণের পর অনুষ্ঠিত বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রোহিত শর্মাকে বিশ্রাম দেওয়া হবে। প্রায় ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা পরে, বেশিরভাগ খেলোয়াড়ই প্রধান ফটক থেকে বেরিয়ে এসে টিম বাসের দিকে চলে যান। রোহিতকে দলের সঙ্গে দেখা যায়নি। জানা যায় তিনি অন্য গেট থেকে বেরিয়ে বাসে উঠেছেন।