দ্বিতীয় উইমেনস প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ইতিহাস সৃষ্টি করল মুম্বই ইন্ডিয়ান্স। হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্স (MI-W) শনিবার (১৫ মার্চ) উইমেনস প্রিমিয়ার লিগ (WPL) এর তৃতীয় আসরের ফাইনালে দিল্লি ক্যাপিটালস (DC) কে পরাজিত করে তাদের দ্বিতীয় WPL শিরোপা জিতেছে।
এটি মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দলের দ্বিতীয় WPL শিরোপা, যা তারা মাত্র দ্বিতীয়বারের চেষ্টাতেই জিতল। ২০২৩ সালে প্রথম শিরোপা জয়ের পর এবারও তারা চ্যাম্পিয়ন হয়ে দেখিয়ে দিল কেন তারা ভারতের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন এই দল টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাদের আধিপত্য আরও একবার প্রমাণ করল।
২০০৮ সালে গঠিত মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল দিয়ে তাদের যাত্রা শুরু করেছিল। পরে তারা দক্ষিণ আফ্রিকার SA20, সংযুক্ত আরব আমিরাতের ILT20 এবং ইংল্যান্ডের "দ্য হান্ড্রেড"-এও দল কিনে নিজেদের বিস্তার ঘটিয়েছে।
আরও পড়ুন … WPL 2025 Final: দিল্লির জন্য ১৫০ রানটা খুব একটা বড় ছিল না… ফাইনালের পরে দুই শিবিরে দুই মন্তব্য
শুরুতে আইপিএলে সাফল্য পেতে বেগ পেতে হলেও, পরে তারা একের পর এক শিরোপা জিতে নিজেদের শীর্ষ ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে প্রতিষ্ঠিত করেছে। ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি (CLT20) দিয়ে তাদের প্রথম বড় শিরোপা আসে। এরপর ২০১৩ সালে রোহিত শর্মার নেতৃত্বে প্রথম আইপিএল শিরোপা জেতে এবং ২০২০ সাল পর্যন্ত আরও চারটি আইপিএল শিরোপা অর্জন করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
তারপর, তারা বিভিন্ন লিগে অংশ নিয়ে আরও শিরোপা জিতেছে। ২০২৩ সালে প্রথম WPL শিরোপা জয়ের পর, একই বছর মেজর লিগ ক্রিকেট (MLC) এবং ২০২৪ সালে ILT20-তে MI এমিরেটস, ২০২৫ সালে SA20-তে MI কেপ টাউন চ্যাম্পিয়ন হয়। এবার ২০২৫ সালে WPL-এ দ্বিতীয়বার শিরোপা জিতল মুম্বই ইন্ডিয়ান্স মহিলা দল।
আরও পড়ুন … IPL-র ঘুম কাড়তে ‘ক্রিকেটের গ্র্যান্ডস্ল্যামের’ ছক সৌদিতে! ৪৪০০ কোটি টাকার T20 লিগের ভাবনা
মুম্বই ইন্ডিয়ান্সের ট্রফি ক্যাবিনেট - ফ্র্যাঞ্চাইজির টি-টোয়েন্টি শিরোপার তালিকা
১) ২০১১: মুম্বই ইন্ডিয়ান্স - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি
২) ২০১৩: মুম্বই ইন্ডিয়ান্স - আইপিএল
৩) ২০১৩: মুম্বই ইন্ডিয়ান্স - চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি
৪) ২০১৫: মুম্বই ইন্ডিয়ান্স - আইপিএল
৫) ২০১৭: মুম্বই ইন্ডিয়ান্স - আইপিএল
৬) ২০১৯: মুম্বই ইন্ডিয়ান্স - আইপিএল
৭) ২০২০: মুম্বই ইন্ডিয়ান্স - আইপিএল
৮) ২০২৩: মুম্বই ইন্ডিয়ান্স - উইমেনস প্রিমিয়ার লিগ (WPL)
৯) ২০২৩: MI নিউ ইয়র্ক - মেজর লিগ ক্রিকেট (MLC)
১০) ২০২৪: MI এমিরেটস - ILT20
১১) ২০২৫: MI কেপ টাউন - SA20
১২) ২০২৫: মুম্বই ইন্ডিয়ান্স - উইমেনস প্রিমিয়ার লিগ (WPL)
মুম্বই ইন্ডিয়ান্সের ফাইনালের রেকর্ড
মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি ফাইনালে দুর্দান্ত সাফল্য পেয়েছে। তারা এখন পর্যন্ত ১৩টি ফাইনালে খেলেছে এবং ১২টিতে জয় পেয়েছে। একমাত্র ব্যতিক্রম ২০১০ সালের আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের (CSK) বিরুদ্ধে পরাজয়।
১) মুম্বই ইন্ডিয়ান্স (পুরুষ দল): ৮ ফাইনালের মধ্যে ৭ জয় (আইপিএল - ৫/৬, CLT20 - ২/২)
২) মুম্বই ইন্ডিয়ান্স (মহিলা দল): ২ ফাইনালের মধ্যে ২ জয় (WPL)