ভারত বনাম ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে এক অবাক করা ঘটনা দেখা গিয়েছে। একজন ক্রিকেটারের নাম প্রথম একাদশে ছিল না, তবু ম্যাচের দ্বিতীয় ইনিংসে সেই ক্রিকেটারকে বল করতে দেখা গেল। আসলে ম্যাচের মধ্যেই ভারতীয় দলে প্লেয়িং ইলেভেনে পরিবর্তন করলেন গৌতম গম্ভীর। হর্ষিত একাই ম্যাচের ছবি বদলে দিলেন। চার ওভারের কোটায় ৩৩ রান দিয়ে তিন উইকেট শিকার করলেন।
অদ্ভুত পরিস্থিতিতে হর্ষিত রানার T20I অভিষেক
হর্ষিত রানা অদ্ভুত পরিস্থিতিতে ভারতের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক করলেন। শুক্রবার (৩১ জানুয়ারি) মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (MCA) স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে প্লেয়িং ইলেভেনে তার নাম ছিল না, তবে ম্যাচের দ্বিতীয় ইনিংসে তিনি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হন।
রানার উপস্থিতি মাঠে প্রথম নজরে আসে যখন তিনি রবি বিষ্ণোইয়ের বলে জোস বাটলারকে শর্ট থার্ড ম্যান পজিশনে ক্যাচ আউট করেন। প্রথমে মনে করা হয়েছিল যে ২৩ বছর বয়সি এই খেলোয়াড় শুধুমাত্র বিকল্প ফিল্ডার হিসেবে ছিলেন, কিন্তু পরে জানা যায় যে তিনি প্লেয়িং ইলেভেনে অন্তর্ভুক্ত হয়েছেন।
আরও পড়ুন… ভিডিয়ো: কোহলিকে DDCA-র বিশেষ সংবর্ধনা! মাঠেই শৈশবের কোচের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলেন বিরাট
এ দিন কেমন পারফরমেন্স করলেন হর্ষিত রানা-
এই পরিবর্তনের কারণ হলেন শিবম দুবে। ব্যাটিংয়ের সময় শিবম দুবের হেলমেটে বল লাগে। এই কারণে, তাঁর পরিবর্তে কনকাশন সাবস্টিটিউট হিসেবে হর্ষিত রানা প্লেয়িং ইলেভেনে জায়গা পান। নিয়ম অনুযায়ী, হর্ষিত রানা বোলিংও করতে পারবেন। সেই কারণেই ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসের সময় ১২তম ওভারটি করতে আসেন হর্ষিত রানা। তবে হর্ষিত শুধু বল করলেন না, প্রথম ওভারেই নিলেন লিয়াম লিভিংস্টোনের উইকেট। ১৩ বলে ৯ রান করে হর্ষিতের বলে সঞ্জুর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিয়াম লিভিংস্টোন। এরপরে জেকব বেথেলকে ফেরান হর্ষিত রানা। হর্ষিতের বলে সূর্যের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জেকব বেথেল। এরপর জেকব ওভারটনকে বোল্ড করে নিজের কোটার ওভারে তিন উইকেট শিকার করেন হর্ষিত।
কনকাশন সাবস্টিটিউট নিয়মে বলা হয়, যদি ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়ের মাথায় আঘাত লাগে, তাহলে তার পরিবর্তে প্লেয়িং ইলেভেনে অন্য কোনও খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করা যেতে পারে। তবে কনকাশন সাবস্টিটিউট নিয়ম অনুযায়ী যেই খেলোয়াড় চোট পাবেন, তেমন খেলোয়াড়কেই মাঠে নামান যাবে।
আরও পড়ুন… নেইমারের বড় সিদ্ধান্ত! আল হিলালের পর্ব শেষ করে ফিরবেন শৈশবের ক্লাব স্যান্টোসে
হর্ষিত রানা কনকাশন সাবস্টিটিউট হিসেবে শিবম দুবের জায়গায় দলে যোগ দেন। ৩১ বছর বয়সি দুবে দলের হয়ে অর্ধশতক করেন, তবে ইনিংসের শেষ মুহূর্তে জেমি ওভারটনের একটি বাউন্সারে আঘাত পান, যার ফলে রানাকে তার পরিবর্তে অন্তর্ভুক্ত করা হয়। এই সময়ে গম্ভীরের হাতে রমনদীপের বিকল্পও ছিল। তবে গম্ভীর রমনদীপকে না নামিয়ে হর্ষিতের উপর বাজি ধরেন। ফলে একাদশে না থাকলেও ম্যাচে বল করেন হর্ষিত রানা। ২ উইকেট শিকার করেন হর্ষিত।