WPLর ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে ৫ উইকেটে হারিয়ে দিল গুজরাট জায়ান্টস দল। হর্লিন দিওলের দুরন্ত ইনিংসের সৌজন্যে আর শেষদিকে দিয়ান্দ্র দটিনের ঝড়েই উড়ে গলে দিল্লি। কাজে এল না শেফালি-মেগ ল্যানিংয়ের ইনিংসও। ৭০ রানে অপরাজিত থাকলেন হর্লিন দিওল। ৩ বল বাকি থাকতেই ম্যাচ জিতে WPL পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল গুজরাট। ফলে আরসিবির পরের দুই ম্যাচই মাস্ট উইন হয়ে গেল।
গুজরাট জায়ান্ট দল টস জিতে ব্যাটিং করতে পাঠায় দিল্লি ক্যাপিটালসকে। এই ম্যাচের আগে পর্যন্ত দিল্লি শিবিরই ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। তাই অপেক্ষা ছিল দেখার, গুজরাট কি দিল্লিতে হারিয়ে মুম্বইকে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসে, নাকি দিল্লি ব্যবধান আরও বাড়িয়ে ফেলে। আর শুরু থেকই গুজরাট বোলারদের ওপর ঝড় শুরু করে দেন তাঁদের অধিনায়ক মেগ ল্যানিং। ৫৭ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি, মারেন ১৫টার চার ও একটি ছয়। পার্টিতে যোগ দেন শেফালি বর্মাও, করেন ২৭ বলে ৩টি চার এবং ৩টি ছয়ে সাজানো ৪০ রান। তবে মিডল অর্ডারের ব্যর্থতায় খুব বড় স্কোরে তাঁরা পৌঁছাতে পারেনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে দিল্লি তোলে ১৭৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে দয়লান হেমলতার উইকেটটি দ্রুত হারালেও গুজরাটের খেলা ধরেন হার্লিন দেওল এবং মেগ ল্যানিং। নিজেদের মধ্যে ৫০ রানের পার্টনারশিপও গড়েন তাঁরা। ১০ ওভার শেষে তাঁদের স্কোর দাঁড়ায় ১ উইকেটে ৭৫। তখনও মনে হচ্ছিল দিল্লির বিপক্ষে যদি হাতে উইকেট থাকার সুবিধা কাজে লাগিয়ে গুজরাট ম্যাচ জিততে পারে, তাহলে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাজ আরও কঠিন হয়ে যাবে কোয়ালিফায়ারে ওঠার।
বেন মুনি ৩৫ বলে ৪৪ রান করেন। অ্যাশ গার্ডেনার করেন ২২ রান। কিন্তু ওপেন করতে নেমে শেষ পর্যন্ত খেললেন হার্লিন। করলেন ৪৯ বলে অপরাজিত ৭০, মারলেন ৯টি চার একটি ছয়। দিয়ান্দ্রা দটিনের ১০ বলে ২৪ রানের ইনিংসটাই শেষদিকে পার্থক্য গড়ে দিল দুই দলের মধ্যে। তবে দুর্ধর্ষ ক্যাচে তাঁকে সাজঘরে ফেরান জেমিমা রদ্রিগেজ। শেষ পর্যন্ত ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় গুজরাট।
দুরন্ত ইনিংস মেগ ল্যানিংয়ের
WPL ডাব্লুপিএলের ইতিহাসে এদিন মেগ ল্যানিং চতুর্থ সর্বোচ্চ স্কোর করেন। গুজরাট জায়ান্টের বিরুদ্ধে তিনি এই ম্যাচে করলেন ৯২ রান। তাঁর আগে হরমনপ্রীত কৌর, যিনি গুজরাট জায়ান্টের বিরুদ্ধে ২০২৪ সালে ৪৮ বলে ৯৫ রান করেছিলেন। তাঁরও আগে রয়েছেন বেথ মুনি এবং অ্যালিসা হিলি, তাঁরা দুজনেই ৯৬ রান করেছেন WPLর ম্যাচে। আর সবার আগেই রয়েছে সোফি ডিভাইন, যিনি ৩৬ বলে ২০২৩ সালে গুজরাট জায়ান্টের বিপক্ষে ৯৯ রান করেছিলেন।