বিশ্ব ক্রিকেটে বরাবরই মারকুটে ব্যাটিংয়ের জন্য জনপ্রিয় ছিলেন অস্ট্রেলিয়ার পিঞ্চ হিটার ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। এমন বহু ম্যাচ রয়েছে যা তিনি নিজের কাঁধে দায়িত্ব নিয়ে জিতিয়েছিলেন নিজের দেশ বা ফ্র্যাঞ্চাইজি দলকে। বিশেষ করে সদ্য শেষ হওয়া বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর অপরাজিত দ্বিশতরানের ইনিংস এবং অস্ট্রেলিয়াকে ম্যাচ জেতানো চোখে লেগে রয়েছে সকল ক্রিকেটপ্রেমীর। তবে এবার অজি তারকা পড়ে গেলেন এক লজ্জাজনক পরিস্থিতিতে। এক পার্টিতে গিয়ে পাব ব্যান্ড 'সিক্স এন্ড আউট'এর পারফরম্যান্স দেখতে দেখতে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। যদিও প্রাথমিক চিকিৎসা করেই ছেড়ে দেওয়া হয় ম্যাক্সওয়েলকে। তবে মনে করা হচ্ছিল অতিরিক্ত মদ্যপানের জন্যই এই অবস্থা হয়েছে তাঁর। এই ঘটনা পড়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তের মুখেও, এমনটাই জানা গিয়েছিল কিছুদিন আগে।
তবে এবার এই পুরো ঘটনা কে নিয়ে মুখ খুললেন ম্যাক্সওয়েলের ম্যানেজার বেন টিপেট। টাইমস অফ ইন্ডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে তিনি দাবি করেন যে এই ঘটনার জন্য লজ্জিত গেলেন তবে তিনি আগের মতোই অনুশীলন করছেন। টিপেট বলেন, 'দেখুন এই পুরো ঘটনাটাকে নিয়ে এই মুহূর্তে গ্লেন খুবই লজ্জিত। উনি নিজেও বুঝতে পারেননি কি করে এটা হল। তবে ওনার মধ্যে একটা অপরাধবোধ কাজ করছে এই বিষয়টা নিয়ে। তবে শনিবার মেলবোর্নে ফিরে আবার আগের মতো অনুশীলনে মন দিয়েছে।'
এরপরই ম্যাক্সওয়েলের ম্যানেজারকে জিজ্ঞেস করা হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে এই ঘটনার তদন্ত প্রসঙ্গে। সেই প্রশ্নের উত্তরে টিপেট বলেন, 'না এই পুরো ঘটনাকে নিয়ে কোনও রকমের কোনও তদন্ত করছে না ক্রিকেট অস্ট্রেলিয়া।'
অন্যদিকে নির্বাচন কমিটির চেয়ারম্যান জর্জ বেইলি ও দলের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড পুরো ঘটনাটি জানতে পারেন। সেই সময়ে তাঁরা দুজনেই ব্যস্ত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের দলগঠন নিয়ে। ম্যাক্সওয়েল এই সিরিজে দলে জায়গা পায়নি। ক্রিকেট অস্ট্রেলিয়া দাবি করেন যে এই ঘটনার সঙ্গে ম্যাক্সওয়েলের বাদ পড়ার কোন সম্পর্ক নেই। তাঁরা বলেন, 'এই ঘটনা এবং ম্যাক্সওয়েলের আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়া কোনভাবেই যুক্ত নয়। ও যেহেতু এই মুহূর্তে বিগ ব্যাশ লিগে ব্যস্ত, সেই কারণেই ওকে দলে নেওয়া হয়নি।' প্রসঙ্গত, এই মুহূর্তে অজি তারকা খেলছেন অস্ট্রেলিয়ার এই জনপ্রিয় ক্রিকেট লিগ। এবার দেখার বিষয় কত তাড়াতাড়ি তিনি দলে ফেরেন।