বর্তমানে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর গ্রুপ পর্বের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। এবং পাকিস্তানের আয়োজন নিয়ে এখনও কোনও অভিযোগ ওঠেনি। তবে টুর্নামেন্টের আগে যথেষ্ট নাটক তৈরি হয়েছিল। বিশেষ করে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক নিয়ে। দুই দেশের রাজনৈতিক উত্তেজনার কারণে, রোহিত শর্মা অ্যান্ড কোম্পানি পাকিস্তানে যায়নি এবং তাদের সব ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে।
আইসিসি-র সিদ্ধান্তে অবাক প্যাট কামিন্স-
আইসিসির এই সিদ্ধান্ত কিছু অংশের কাছ থেকে সমালোচনা কুড়িয়েছে। অনেকেই মনে করেন, দুবাইতে একই মাঠে সব ম্যাচ খেলছে বলে ভারত বড় সুবিধা পাচ্ছে। এদিকে বাংলাদেশের পরে পাকিস্তানকে হারাতেই গর্জে উঠলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। আইসিসির এই সিদ্ধান্তে অবাক হয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি।
ভারত বড় সুবিধা পাচ্ছে-
সম্প্রতি ইয়াহু স্পোর্টস অস্ট্রেলিয়া-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্যাট কামিন্স বিশেষজ্ঞদের সেই মন্তব্যের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন। যেখানে তিনি বলেছেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। তিনি নিজের যুক্তি দিয়ে বলেছেন যে দুবাইয়ের একটি মাঠেই ভারত নিজেদের সব ম্যাচ খেলছে এবং এটাই ভারতের জন্য বাড়তি সুবিধা করে দিয়েছে।
আরও পড়ুন … IND vs PAK: রান-আউটের বাদশা ইনজামাম, জিনেই আছে নাকি? ভাগ্নে ইমাম আউট হতেই খোঁচা শাস্ত্রীর
কী বললেন প্যাট কামিন্স?
প্যাট কামিন্স বলেছেন, ‘আমি মনে করি, টুর্নামেন্টটা ভালো ভাবে হওয়াটা ভালো বিষয়, তবে এতে ভারত (টিম ইন্ডিয়া) বিশাল সুবিধা পাচ্ছে, কারণ তারা একই মাঠে তাদের সব ম্যাচ খেলছে। তারা ইতিমধ্যেই অনেক শক্তিশালী এবং এই সুবিধা তাদের বাকিদের থেকে আরও এগিয়ে দিচ্ছে।’ প্যাট কামিন্স বর্তমানে চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন এবং চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি অংশ নিতে পারেননি। তবে এর মাঝেও চ্যাম্পিয়ন্স ট্রফির দিকে কড়া নজর রেখেছেন কামিন্স।
আরও পড়ুন … IND vs PAK: বিরাট পিঠ চাপড়ানোর পরে ভালো ছন্দে ব্যাটিং বাবরের! হারলেন হার্দিকের কাছে
শীর্ষে রয়েছে ভারত-
এ দিকে ভারত তাদের অভিযান শুরু করেছে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে। সেই ম্যাচে শুভমন গিল অপরাজিত থেকে সেঞ্চুরি করে ম্যাচ জিতিয়েছেন। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকেও ছয় উইকেটে হারিয়ে তারা গ্রুপ ‘এ’-র শীর্ষে উঠে এসেছে টিম ইন্ডিয়া। ভারতের সামনে পাকিস্তান ২৪২ রানের লক্ষ্য দেয়, আর ভারত ৪২.৩ ওভারে ২৪৪/৪ সংগ্রহ করে সহজ জয় পায়। বিরাট কোহলি অপরাজিত থেকে ১০০ রান (১১১ বলে) করে ম্যাচ শেষ করেন। শ্রেয়স আইয়ারও ৬৭ বলে ৫৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। পাকিস্তানের বোলিং আক্রমণে শাহিন শাহ আফ্রিদি দুটি উইকেট নেন।
আরও পড়ুন … দুবাইয়ের যানজটে ফেঁসে টিম ইন্ডিয়া, টসের ৩৫ মিনিট আগে মাঠে এল, জিতল পাকিস্তান!
পাকিস্তানের সফর কার্যত শেষ-
এর আগে, কুলদীপ যাদবের তিন উইকেট ও হার্দিক পান্ডিয়ার দুই উইকেটের সৌজন্যে পাকিস্তানকে ৪৯.৪ ওভারে ২৪১ রানে সীমাবদ্ধ করে দেয়। পাকিস্তানের হয়ে সউদ শাকিল ৭৬ বলে ৬২ রান করেন। এই ম্যাচ হারের ফলে টুর্নামেন্টের আয়োজক পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গেছে। এবং তারা এখন অলৌকিক কিছু আশা করছে। ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান তার দলের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেন এবং স্বীকার করেন যে তাদের অভিযান কার্যত শেষ হয়েগেছে।