বাংলা নিউজ > ক্রিকেট > BCCI to take action after whitewash: হোয়াইটওয়াশ হতেই কঠোর BCCI, ভারতে একসঙ্গে শেষ টেস্ট খেললেন রোহিত, বিরাট-সহ ৪ সিনিয়র?

BCCI to take action after whitewash: হোয়াইটওয়াশ হতেই কঠোর BCCI, ভারতে একসঙ্গে শেষ টেস্ট খেললেন রোহিত, বিরাট-সহ ৪ সিনিয়র?

মুম্বইয়ে হারের পরে হতাশায় ডুবে রোহিত শর্মা। (ছবি সৌজন্যে পিটিআই)

নিউজিল্যান্ড সিরিজে ভারতের যে বিপর্যয় নেমে এসেছে, তাতে কঠোর হতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্রের খবর, ‘বুড়ো’ দলে সুপার সিনিয়রদের সরিয়ে এবার তরুণদের আনা হবে। আর কবে আনা হবে, সেটা অস্ট্রেলিয়া সিরিজের উপরে নির্ভর করবে।

ঘরের মাঠে লজ্জার হোয়াইটওয়াশের পরে 'অ্যাকশনের' পথে হাঁটতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া সিরিজের পরেই রোহিত শর্মা, বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজাদের মতো ‘সুপার’ সিনিয়র খেলোয়াড়দের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভারত যদি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে না ওঠে, তাহলে চার ‘সুপার’ সিনিয়রের মধ্যে কমপক্ষে দু'জনের শেষ সিরিজ হবে বর্ডার-গাভাসকর ট্রফি। সেই পরিস্থিতিতে দেশের মাটিতে রোহিত, বিরাট, অশ্বিন এবং জাদেজা একসঙ্গে সম্ভবত শেষ টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন বলেও বিসিসিআইয়ের সূত্র উদ্ধৃত করে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

আগরকর, গম্ভীর, রোহিতের মধ্যে বৈঠক

কিন্তু এখনই কেন কোনও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না? পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআইয়ের ওই কর্তা জানিয়েছেন যে আড়াই সপ্তাহ পরেই অস্ট্রেলিয়ায় ভারতের টেস্ট সিরিজ শুরু হচ্ছে। সেই পরিস্থিতিতে এখনই কঠোর কোনও সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দল ঘোষণা হয়ে গিয়েছে। তাতে কোনও পরিবর্তন করা হচ্ছে না। ঘরোয়াভাবে ‘বুড়ো’ হয়ে যাওয়া টিমের ভবিষ্যৎ নিয়ে প্রধান নির্বাচক অজিত আগরকর, হেড কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মার মধ্যে আলোচনা হবে। আর তারপর যা ব্যবস্থা নেওয়া হবে, সেটা বর্ডার-গাভাসকর ট্রফির পরে।

আরও পড়ুন: Virat and Rohit form: সচিনের মতো খেলেননি রঞ্জি, স্টেজে ম্যানেজ করতে গিয়ে ধ্যাড়ালেন রোহিত-কোহলি, হোম সিরিজে লজ্জাজনক গড়

ওই সংবাদসংস্থার প্রতিবেদন অনুযায়ী, নাম গোপন রাখার শর্তে বিসিসিআইয়ের ওই শীর্ষকর্তা বলেছেন যে ‘নিশ্চিতভাবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। ১০ নভেম্বর যেহেতু অস্ট্রেলিয়ায় রওনা দিচ্ছে ভারতীয় দল, তাই সেটা (আলোচনা) ঘরোয়াভাবে হবে। কিন্তু এটা (নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ) যা হল, সেটা বড়সড় বিপর্যয়। অস্ট্রেলিয়া সিরিজ সামনেই চলে আসায় এবং ইতিমধ্যে দল ঘোষণা করে দেওয়া হওয়ায় তাতে কোনও হেরফের করা হবে না।’

WTC ফাইনালে না উঠলেই ছেঁটে ফেলা হবে ২ জনকে? 

কিন্তু সেই সিরিজটাই ‘অগ্নিপরীক্ষা’ হবে সুপার সিনিয়রদের জন্য। ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা বলেছেন যে ‘ইংল্যান্ডে যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে, তাতে যদি ভারত উঠতে না পারে, তাহলে নিশ্চিত থাকতে পারেন যে পরবর্তী পাঁচ টেস্ট সিরিজের জন্য চারজন সুপার সিনিয়রের মধ্যে সকলেই ইংল্যান্ডের বিমানে উঠতে পারবে না। আর এমনিতে চারজন একসঙ্গে সম্ভবত ঘরের মাঠে নিজেদের শেষ ম্যাচ খেলে ফেলল।’

আরও পড়ুন: Rohit defends his batting approach: বাজে শট খেলে আউট হয়েছি, কিন্তু কোনও আফসোস নেই, সফল ধন্য-ধন্য করা হত, বললেন রোহিত

এমনিতে অস্ট্রেলিয়ায় ভারত যদি ৪-০ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয়, তাহলে অন্য কোনও দলের দিকে না তাকিয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে যাবে। আর অন্য দল যদি বাজে পারফরম্যান্স করে, তাহলে অস্ট্রেলিয়ায় হারলেও ফাইনালে উঠতে পারবে ভারত। আর ভারত ফাইনালে না উঠলে পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে সাই সুদর্শন, দেবদূত পাডিক্কালদের মতো খেলোয়াড়দের দলে নেওয়ার পথে হাঁটতে পারে বিসিসিআই। যাঁরা আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি হয়ে গিয়েছেন।

ভবিষ্যতে লগ্নি করতে চায় BCCI

রোহিত, বিরাটদের এখন যা ভয়াবহ ফর্ম, তাতে তরুণদের সুযোগ দেওয়া ছাড়া কোনও উপায় নেই বলে মত একাংশের। ২০২১ সালের মার্চ থেকে ওয়াংখেড়ে টেস্ট পর্যন্ত ঘরের মাটিতে ৩৫টি টেস্ট ইনিংসে ১,২১০ রান করেছেন রোহিত। গড় হল ৩৭.৮১। চারটি শতরান করেছেন। কিন্তু শেষ ১০টি ইনিংসে ছ'বার ১০-র নীচে আউট হয়ে গিয়েছেন। দু'বার ২০ রান পেরোতে পারেননি। আর দুটি অর্ধশতরান করেছেন। অন্যদিকে, ওই একই সময়ের মধ্যে ২৫টি টেস্ট ইনিংসে ৭৪২ রান করেছেন বিরাট। গড় ৩০.৯১। একমাত্র শতরান এসেছিল আমদাবাদের পাটা পিচে।

আরও পড়ুন: IND vs AUS Test Series: অস্ট্রেলিয়ায় প্রথম টেস্টে খেলব কিনা, এখন জানি না, হোয়াইটওয়াশের পরে বললেন রোহিত

আবার অশ্বিন নিউজিল্যান্ড সিরিজের প্রথম পাঁচটি ইনিংসে ফর্মে ছিলেন না। ওয়াংখেড়েতে দ্বিতীয় ইনিংসের শেষভাগে নিজের ছন্দ খুঁজে পান। তবে ইতিমধ্যে তাঁর বয়স হয়ে গিয়েছে ৩৮। ফলে কতদিন খেলতে পারবেন, তা নিয়ে ধন্দ আছে। আর বিকল্প হিসেবে ওয়াশিংটন সুন্দর তৈরি রয়েছেন। অন্যদিকে, জাদেজার বিকল্প হিসেবে অক্ষর প্যাটেল, মানব সুথাররা আছেন। তবে জাদেজার যা ফিটনেস, তাতে হয়তো তিনি আরও কয়েক বছর টেনে দিতে পারবেন।

২০১১-র যেন পুনরাবৃত্তি না হয়

কিন্তু কে কত বছর খেলতে পারবেন, তা নির্ভর করছে অস্ট্রেলিয়া সিরিজের উপরে। সূত্র উদ্ধৃত করে ওই রিপোর্টে জানানো হয়েছে যে বিসিসিআই একটা বিষয় নিশ্চিত চাইছে যে ২০১১ সালের মতো যেন না হয়। সেইসময় পরপর সিনিয়র খেলোয়াড়রা অবসর নেওয়ার পরে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় ভরাডুবি হয়েছিল ভারতের।

ক্রিকেট খবর

Latest News

আগামিকাল মেষ থেকে মীনের কার ভাগ্যে কী আছে? রইল ২৩ এপ্রিলের রাশিফল আপনার জীবন বদলে দিতে পারে ফেং শুইয়ের এই ৫ নিয়ম, অন্তর্ভুক্ত করুন রুটিনে মা-ছেলে থেকে স্বামী-স্ত্রী! বউয়ের থেকে বর ৮ বছরের ছোট, বলুন তো কোন বলি তারকা? প্রেমে করছেন সায়ক? ‘মা কেও জানিয়েছি…', নায়িকার সঙ্গে ছবি দিয়ে লিখলেন অভিনেতা মহিলারা কখনও পোপ হতে পারবেন না! কেন? 'কিলবিল সোসাইটি'র স্পেশাল স্ক্রিনিংয়ে পরম 'বাচ্চা' বললেন কৌশানিকে! KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? ‘এখন দেখি তৃণমূল করে কী পাই…’ দল বদলেই বেফাঁস প্রাক্তন BJP নেত্রী ২ ঘণ্টায় ১১৬ লক্ষ মানুষও ভোট দিতে পারতেন! রাহুলকে চাঁচাছোলা জবাব কমিশনের ২ লক্ষ টাকা ‘সুপারি’, সলমনের পর প্রাণনাশের হুমকি টাইগারকে, পুলিশের হাতে পড়ল ধরা

Latest cricket News in Bangla

KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? সিলেটে চারের গেরোয় মুশফিকুর, প্রথম টেস্টে বাংলাদেশকে উদ্ধার করতে পারবেন নাজমুল? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী হতাশায় ভুগছিলেন, বেড়ে গিয়েছিল ওজন! কীভাবে মাঠে ফিরলেন? আয়ুষ মাত্রের অজানা গল্প বুমরাহকেই বিশ্বসেরা বাছল 'ক্রিকেটের বাইবেল', বর্ষসেরা মহিলা ক্রিকেটারও ভারতের কেন KKR vs GT ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন না হর্ষ ভোগলে? নিজেই জানালেন আসল কারণ একানায় ফিরে আবেগে ভাসলেন লখনউয়ের প্রাক্তন ক্যাপ্টেন! LSG vs DC ম্যাচে নজরে রাহুল পার্টি, বান্ধবী সব বন্ধ করে দিয়েছিলেন: জানেন কীভাবে অভিষেককে খুঁজে পেলেন যুবরাজ? ভিডিয়ো: বেঙ্কটেশ আইয়ারকে আউট করার পরে কেন আগ্রাসী সেলিব্রেশন করলেন শুভমন গিল?

IPL 2025 News in Bangla

KKR-এ জামাই আদর শেষ রাসেলের? সোশ্যাল মিডিয়া পোস্টে দ্রে রাসকে বাদ দেওয়ার ইঙ্গিত? হয়ে গেল দুধ কা দুধ, পানি কা পানি… ধোনির সম্পর্কে এই ২টি হাস্যকর মিথ্যে রটায় লোকে রাহানেদের নাকের ডগা দিয়ে ইডেনে ৪টি পুরস্কার গিলের, তালিকায় KKR-এর একা রঘুবংশী হতাশায় ভুগছিলেন, বেড়ে গিয়েছিল ওজন! কীভাবে মাঠে ফিরলেন? আয়ুষ মাত্রের অজানা গল্প কেন KKR vs GT ম্যাচে ইডেনে উপস্থিত ছিলেন না হর্ষ ভোগলে? নিজেই জানালেন আসল কারণ একানায় ফিরে আবেগে ভাসলেন লখনউয়ের প্রাক্তন ক্যাপ্টেন! LSG vs DC ম্যাচে নজরে রাহুল পার্টি, বান্ধবী সব বন্ধ করে দিয়েছিলেন: জানেন কীভাবে অভিষেককে খুঁজে পেলেন যুবরাজ? ভিডিয়ো: বেঙ্কটেশ আইয়ারকে আউট করার পরে কেন আগ্রাসী সেলিব্রেশন করলেন শুভমন গিল? রাহুল দ্রাবিড়ের রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ! উঠছে তদন্তের দাবি আরও ১০ রান যোগ হতে পারত… KKR-র বিরুদ্ধে জিতেও কি খুশি নন GT অধিনায়ক শুভমন গিল?

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.