
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
‘খারাপ’ হল পশ্চিবঙ্গের ICSE এবং ISC পরীক্ষার ফলাফল। সার্বিকভাবে ICSE এবং ISC পরীক্ষায় পাশের হার যত, তার থেকে পশ্চিমবঙ্গে পাশের হার কম। কাউন্সিল অফ ইন্ডিয়ান সার্টিফিকেট এগজামিনেশনের (CISCE) পরিসংখ্যান অনুযায়ী, সার্বিকভাবে ICSE পরীক্ষার পাশের হার হল ৯৯.৪৭ শতাংশ। আর পশ্চিমবঙ্গে ৯৭.৮ শতাংশ পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে, সার্বিকভাবে ISC পরীক্ষায় পাশের হার হল ৯৮.১৯ শতাংশ। যা পশ্চিমবঙ্গে কমে ৯৭.৮ শতাংশে দাঁড়িয়েছে। তবে সার্বিক ফলাফলের মতোই পশ্চিবঙ্গেও ICSE এবং ISC পরীক্ষায় ছাত্রদের থেকে ছাত্রীরা ভালো ফল করেছেন।
১) পশ্চিমবঙ্গে মোট ৪২৬টি স্কুলের ৪২,৩৭২ জন পড়ুয়া ICSE দিয়েছিল। ছাত্রের সংখ্যা ছিল ২৩,২১৪ (৫৪.৭৯ শতাংশ)। ছাত্রীর সংখ্যা ছিল ১৯,১৫৮ (৪৫.২১ শতাংশ)।
২) সার্বিকভাবে পাশের হার হল ৯৯.২২ শতাংশ।
৩) ছাত্রদের তুলনায় ছাত্রীদের রেজাল্ট ভালো হয়েছে। ছাত্রীদের পাশের হার হল ৯৯.৪১ শতাংশ। ছাত্রদের পাশের হারল হল ৯৯.০৭ শতাংশ।
৪) তফসিলি জাতিভুক্ত ৩,১৪১ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিল। পাশের হার হল ৯৯.১৪ শতাংশ।
৫) ১,৫৬৮ জন তফসিলি উপজাতি সম্প্রদায়ভুক্ত পড়ুয়া পরীক্ষা দিয়েছিল। পাশের হার হল ৯৮.১৫ শতাংশ।
৬) অন্যান্য অনগ্রসর শ্রেণির পড়ুয়াদের পাশের হাল ৯৯.৪১ শতাংশ। মোট ৩,২১৫ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিল।
১) পশ্চিমবঙ্গের মোট ৩২০টি স্কুলের পড়ুয়ারা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা দিয়েছিলেন। ছাত্রদের সংখ্যা ছিল ১৪,৮৭৫ (৫৩.৮৫ শতাংশ)। ১২,৭৪৬ জন ছাত্রী পরীক্ষা দিয়েছিলেন (৪৬.১৫ শতাংশ)।
২) সার্বিকভাবে পশ্চিমবঙ্গে ISC পরীক্ষার পাশের হার হল ৯৭.৮ শতাংশ।
৩) ৯৮.৮৬ শতাংশ ছাত্রী পাশ করেছেন। ছাত্রদের পাশের হার হল ৯৬.৮৮ শতাংশ।
৪) তফসিলি জাতির পড়ুয়াদের পাশের হার হল ৯৮.৯৭ শতাংশ। মোট ১,৪৫৭ জন পরীক্ষা দিয়েছিলেন।
৫) তফসিলি উপজাতিভুক্ত পড়ুয়াদের পাশের হার হল ৯৮.৭ শতাংশ। মোট ১,০৮০ জন পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন।
৬) অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) পাশের হার হল ৯৯.১২ শতাংশ। পরীক্ষা দিয়েছিলেন ১,৫৮৩ জন।
আরও পড়ুন: দিনে ৫ ঘণ্টা পড়েই বোর্ড পরীক্ষায় ১০০ শতাংশ মার্কস পেল সেনা পরিবারের মেয়ে
6.88% Weekly Cashback on 2025 IPL Sports