জম্মুর একাধিক এলাকা লক্ষ্য করে পাকিস্তান যে হামলা চালাচ্ছে, তাতে হামাস-ধাঁচের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে পড়শি এই দেশ! বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) প্রতিরক্ষা সূত্র মারফত এই তথ্য সামনে এসেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এদিন ভারতের জম্মুর আকাশে যে দৃশ্যগুলি দেখা গিয়েছে, তা একেবারেই হামাসের ধাঁচের ইজরায়েলের উপর হামলার কথা মনে করিয়ে দিচ্ছে। যেমন - একাধিক সস্তা রকেটের ব্যবহার! এভাবে আসলে পাকিস্তানের সেনাবাহিনী হামাসের মতো একটি জঙ্গি সংগঠনের ন্যয় আচরণ করছে! উল্লেখ্য, গত মাসেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই এবং হামাস নেতৃত্ব পাক-অধিকৃত জম্মু-কাশ্মীরে মিলিত হয়েছিল!
প্রতিরক্ষা সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান জম্মুর সাতোয়ারি, সাম্বা, আরএস পুরা এবং আরনিয়া সেক্টর লক্ষ্য করে মোট আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং সবকটিই ভারতের বায়ু প্রতিরক্ষা ইউনিট দ্বারা আটকে দেওয়া হয়েছে।
উধমপুরেও ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনী পাকিস্তানি ড্রোনগুলিকে আটকে দিয়েছে। সেই সময় বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে। একইভাবে রাজস্থানের জয়সলমীরেও ভারতীয় বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পাকিস্তানি ড্রোনগুলিকে আটকে দেন। সেখানেও বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আকাশে তীব্র আলোর ঝলকানি দেখা যায়।
রাজস্থানের বিকানের এবং পঞ্জাবের জলন্ধরে সম্পূর্ণ ব্ল্যাকআউট জারি করা হয়েছে। কিশতওয়ার, আখনুর, সাম্বা, জম্মু এবং অমৃতসর ও জলন্ধরেও ব্ল্যাকআউট জারি করা হয়েছে। পাকিস্তান বৃহস্পতিবার ভারতের জম্মু লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে গোলাবারুদ চালিয়ে আক্রমণ করেছে এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীও এর জবাব দিয়েছে।