আগুন লাগল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিল্লির বাসভবনে। আগুন আয়ত্তে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৯টি ইঞ্জিন। হাজির পুলিশও।কিছুক্ষণের মধ্যে নিয়ন্ত্রণে আসে আগুন। সোমবার সন্ধ্যা ৭-৪৫ মিনিট নাগাদ দিল্লি এনসিআর অঞ্চলে প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। জরুরি ভিত্তিতে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের নয়টি ইঞ্জিন।দমকল সূত্রে খবর, অগ্নিকাণ্ডের মাত্রা ভয়াবহ নয়। দমকলের প্রচেষ্টায় ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা গিয়েছে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, শর্ট সার্কিট থেকেই এ দিন প্রধানমন্ত্রীর বাসভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে দুর্ঘটনার গ্রাস থেকে রক্ষা পেয়েছে প্রধানমন্ত্রীর বসবাসের অংশ এবং তাঁর দফতর।জানা গিয়েছে, এলকেএম কমপ্লেক্সে বাড়ির এসপিজি রিসেপশন এলাকায় শর্ট সার্কিট থেকে আগুন জ্বলে ওঠে। দমকলের তৎপরতায় কিছু ক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর।