দেশে ফিরলেন করোনাভাইরাসের জেরে ইতালিতে আটকে পড়া ২৬৩ জন ভারতীয়। দিল্লি বিমানবন্দরে থার্মাল স্ক্রিনিং ও অভিবাসন সংক্রান্ত কাজের পর তাঁদের চাওলাতে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের (আইটিবিপি) কোয়ারেন্টাইন ক্যাম্পে নিয়ে যাওয়া হবে।
আরও পড়ুন : Janata Curfew: করোনা রুখতে 'জনতা কার্ফু'-তে গৃহবন্দি রাজ্য, বন্ধ দোকানপাট, শুনশান রাস্তা
করোনা-বিধ্বস্ত ইতালির রোম থেকে শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময় অনুযায়ী) এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৭৭ বিমানটি ছাড়ে। ছিলেন ১২ জন বিমানকর্মীও। রবিবার সকাল ৯টা ১৬ মিনিটে বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রীদের প্রাথমিক পরীক্ষা চলছে। জাতীয় উড়ান সংস্থার এক আধিকারিক বলেন, '২৬৩ জন যাত্রী-সহ রোম থেকে এআই ১১২২ বিমানটি আজ সকাল ৯টা ১৬ মিনিটে দিল্লিতে অবতরণ করে। সাহসী বিমানকর্মী ও গ্রাউন্ড স্টাফদের কুর্নিশ।'

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের আপাতত পরীক্ষা চলছে। বিমানবন্দরের এক আধিকারিক বলেন, 'আইসোলেশন বে'তে যাত্রীদের দেখভাল করা হচ্ছে। যা অন্য টার্মিনাল থেকে অনেক দূরে। বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের জন্য তাঁদের আলাদা গেট দিয়ে বের করা হবে।'

এদিকে, রবিবার আইটিবিপির তরফে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে মিলান থেকে যে ২১৫ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছিল, গত সাতদিনে তাঁদের আর নতুন করে কোনও উপসর্গ দেখা দেয়নি।