পরবর্তী খবর
বাংলা নিউজ > হাতে গরম > Budget 2020- আধার থাকলে ফর্ম না ভরেই পেয়ে যান প্যান কার্ড
আধার থাকলেই কোনও কাগজ না ভরেই প্যান কার্ড পাওয়া যাবে। এই সংক্রান্ত নয়া আইন জারি করবে আয়কর দফতর। এদিন বাজেটে এই ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।একই সঙ্গে অর্থমন্ত্রী বলেন আধার ভিত্তিক করদাতাদের যাচাই করার প্রক্রিয়াও শুরু হবে।
অর্থমন্ত্রী বলেন করদাতাদের সুবিধার্থে এমন একটি ব্যবস্থা আনা হচ্ছে যেখানে আবেদন করলেই প্যান কার্ড মিলবে কোনও কাগজ ছাড়াই।
গত বছর থেকেই কর দেয়ার ক্ষেত্রে প্যান বা আধার কোনও একটা ব্যবহার করলেই চলে। সরকারি নির্দেশ অনুযায়ী চলতি বছরের মার্চের ৩১ তারিখের মধ্যে প্যান ও আধারকে যোগ করতেই হবে।
বিভিন্ন আর্থিক কার্যকলাপের জন্য প্যান কার্ড লাগে আম আদমির। এবার আধার থাকলেই সেটা মিলবে কোনও কাগজ ছাড়া।