মুখ্যমন্ত্রীর সঙ্গে মাদ্রিদে গিয়ে নিজেকে শিল্পপতি বলে পরিচয় দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবার বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে তাঁকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষণা করেছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবরূপে সৌরভকে নিয়ে বিরোধীদল বিজেপির দুই নেতা তাঁদের মত প্রকাশ করলেন।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রসঙ্গে মন্তব্য না করলেও তিনি সৌরভের শিল্পপতি সত্ত্বাকেই প্রশ্নের মুখে ছুড়ে দিয়েছেন।
তিনি বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন? কিছু ফ্ল্যাট বানিয়েছেন জানি। তা নিয়ে তো অভিযোগও রয়েছে। অনেকে টাকা দিয়ে এখনও ফ্ল্যাট পাননি।’
তবে তিনি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে শ্রদ্ধা করেন বলেই জানান বিরোধী দলনেতা। তিনি করজোরে বলে বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট সত্ত্বাকে আমি নমস্কার করি। তিনি আমাদের গর্ব কিন্তু তিনি কোনও দিন শিল্পপতি ছিলেন না।’
(পড়তে পারেন। BGBS-এ প্রথম দিনে কত বিনিয়োগ প্রস্তাব? কারা কারা দিলেন বিনিয়োগের আশ্বাস?)
অন্যদিকে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, সৌরভ শিল্পপতি কিনা সে প্রসঙ্গে না গিয়ে প্রশ্ন তোলেন তাঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে এত দেরি হল কেন তা নিয়ে। তিনি বলেন, ‘সৌরভকে চিনতে মমতা ব্যানার্জির এতো বছর লাগল? নাকি খুঁজে পাচ্ছিলেন না। ঘর কা মুরগি ডাল বরাবর? ত্রিপুরা সরকার তাঁকে আগেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দিয়েছে। উনি বাংলার ক্রিকেটের জন্য এতো করেছেন। তাঁকে চিনতে ওনার এতো বছর লেগে গেল? আমার মনে হয় শাহরুখের এখন বাজার নেই। তাই সৌরভের হাত ধরে বৈতরণী পার হওয়ার চেষ্টা।’