কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিউ টাউনের হাতিয়ারার বস্তিতে। ফিরে এল সম্প্রতি তপসিয়ায় হয়ে যাওয়া বিধ্বংসী অগ্নিকাণ্ডের স্মৃতি। শনিবার সন্ধে সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে নিউ টাউনের নিবেদিতা পল্লিতে। মুহূর্তে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। ভস্মীভূত হয়েছে একাধিক ঝুপড়ি। ঝুপড়িগুলি মূলত অস্থায়ী। কাঠ ও বেড়া দিয়ে তৈরি। তাই আগুন ছড়িয়ে পড়তে বেশি সময় নেয়নি।খবর পেয়ে ঘটনাস্থলে প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন পৌঁছলেও অত্যন্ত ঘিঞ্জি এলাকা হওয়ায় প্রধান যেই জায়গায় আগুন লেগেছে সেখানে এখনও পৌঁছতে পারেনি বলে জানা গিয়েছে। ওই এলাকার ছোট রাস্তা দিয়ে দমকলের ইঞ্জিন না যেতে পারায় দূর থেকেই পাইপের মাধ্যমে জল দেওয়ার চেষ্টা করছে দমকল বাহিনী। পরে আরও ৫টি ইঞ্জিন পাঠানো হয়েছে। রাত সাড়ে ৮টা পর্যন্ত নিয়ন্ত্রণে আনা যায়নি আগুন।কীভাবে আগুন লাগল জানা যায়নি। তবে কালীপুজো রাতে আতসবাজি থেকে আগুন ছড়ালো কিনা সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শীতের রাতে দ্রুত আগুন ছড়াচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একের পর এক সিলিন্ডার বিস্ফোরণের আওয়াজ পাওয়া যাচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় উদ্বেগে রয়েছে পুলিশ–প্রশাসন। এখনও কোনও হতাহতের খবর মেলেনি।