আজ, রবিবার সকালে ইএম বাইপাসের মেট্রোপলিটনের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল। নিউটাউন থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় পথ দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে চলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডানদিকের ডিভাইডারে ধাক্কা মারে। গাড়ি সজোরে ধাক্কা মারলে কংক্রিটের ডিভাইডারের একাংশ ভেঙে পাশের জলাশয়ে পড়ে যায়। গাড়ি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। দুমড়েমুচড়ে যায় গাড়ির সামনের অংশ এবং বিকট আওয়াজ হয়।
পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ও এক মহিলা–সহ তিনজন ছিলেন। চালক সামান্য আহত হন। আরোহীরা মত্ত অবস্থায় ছিলেন কি না সেটা খতিয়ে দেখছে প্রগতি ময়দান থানার পুলিশ। এই গাড়িটি ঝড়ের গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ডিভাইডারে। গাড়িতে থাকা কারও গুরুতর আঘাত নেই। তবে রবিবার ভোরবেলা ফাঁকা রাস্তা থাকায় বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। আহতদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আর পথ দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
এদিকে দু’দিন আগে রাতের ইএম বাইপাসে একই জায়গায় পথ দুর্ঘটনার কবলে পড়েছিলেন ভাঙড়ের তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম। তিনিই নিজেই গাড়িটি চালাচ্ছিলেন। এই ঘটনায় গ্রেফতারের পর জামিন নিতে হয়েছিল আরাবুলের ছেলেকে। চিংড়িঘাটার দিকে যাওয়ার সময় মেট্রোপলিটনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ভেঙে বিপরীত লেনে ঢুকে পড়ে গাড়িটি। ধাক্কা মারে উল্টোদিকের গাড়িকে।