আবার নিউটাউনে মারাত্মক পথ দুর্ঘটনা ঘটল। আগের দিনের মতো এদিনও নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি গাড়ি। পার্ক সার্কাসে কয়েকদিন আগে এমনই ঘটনা ঘটেছিল। এবার এই গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে অন্য লেনে ঢুকে পড়ে। আর নিয়ন্ত্রণ হারিয়ে তা উল্টে যায়। তবে প্রাণে বেঁচে গিয়েছেন গাড়ির তিন যাত্রীই। আজ, বৃহস্পতিবার এই পথ দুর্ঘটনা ঘটেছে নিউটাউনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঠিক কী ঘটেছে নিউটাউনে? স্থানীয় সূত্রে খবর, আজ, বৃহস্পতিবার নিউটাউন আলিয়া বিশ্ববিদ্যালয়ের দিক থেকে একটি গাড়ি তিন কন্যার দিকে যাচ্ছিল। কিন্তু গাড়িটির গতি অস্বাভাবিক থাকায় সেটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। তখন কদমপুকুর মোড়ে ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। এমনকী অন্য লেনে ঢুকে যায়। তারপর ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় প্রাইভেট গাড়িটি। গাড়িতে থাকা তিন তরুণ অবশ্য প্রাণে বেঁচে গিয়েছেন। যদিও এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, এই প্রাইভেট গাড়িটির গতিবেগ অত্য়ন্ত বেশি ছিল। পথ দুর্ঘটনার সময়ে সমস্ত এয়ার ব্যাগগুলি ওপেন হয়ে গিয়েছিল। তার ফলে গাড়িতে চালক–সহ তিন যাত্রী প্রাণে রক্ষা পান। এরা সকলেই যুবক। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে ইকোপার্ক থানার পুলিশ। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।