কলকাতার একাধিক রাস্তার বেহাল দশা। সেই সমস্ত রাস্তাগুলি দ্রুত মেরামতির কাজ শুরু করবে কলকাতা পুরসভা। এনিয়ে সম্প্রতি কলকাতা পুলিশ, পিডব্লুডি, কেএমডিএ ও অন্যান্য সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে রাস্তা সংস্কার করার বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বৈঠকে ঠিক হয়েছে, যৌথভাবে রাস্তাগুলি পরিদর্শন করে খতিয়ে দেখার পর প্রয়োজন অনুযায়ী সেগুলি মেরামত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন: বাড়ি বানাচ্ছেন বা মেরামতি করছেন? পুরসভার এই নয়া নীতির বিষয়ে জেনে নিন বিশদে
কলকাতা পুরসভা সূত্রে জানা গিয়েছে, সদানন্দ রোডের মেরামতির কাজ আগেই শুরু হয়েছিল। তবে বৃষ্টির কারণে সেই কাজ বন্ধ রাখা হয়েছিল। তাই নতুন করে বৃষ্টি শুরু হওয়ার আগেই সেই কাজ আবার শুরু করতে চাইছে কলকাতা পুরসভা। পুরসভার সড়ক বিভাগের এক কর্তা জানান, কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগের সঙ্গে একটি চুক্তি অনুসারে, তারা পুরসভাকে খারাপ রাস্তার তালিকা দেবে। সেই অনুযায়ী যৌথ সমীক্ষা করা হবে এবং মেরামতি করা হবে। কেএমডিএ ও পিডব্লুডির সঙ্গে সমন্বয় রেখে এই কাজ করা হবে বলে জানা গিয়েছে। কলকাতা পুরসভার সড়ক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, সদানন্দ রোডের মেরামতির কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে। নতুন করতে বৃষ্টি নামলে এই কাজে সমস্যা দেখা দিতে পারে। তাই দ্রুত মেরামতির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।