পুরভোটকে কেন্দ্র করে দলের নেতাদের একাধিকবার কড়া বার্তা দিতে শোনা গিয়েছে তৃণমূল নেতৃত্বকে। এবারের পুরভোটে কোনওভাবেই যে জোর করে ভোট করানো যাবে না তানিয়ে দলের নেতাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার কলকাতা পুরভোট। তার আগে পুরভোটকে কেন্দ্র করে দলের দিকে কেউ যাতে আঙুল তুলতে না পারে, তা নিয়ে ফের দলের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বড়বাজারে শোভাযাত্রায় তিনি বলেন,'কেউ যদি দলের নাম করে চমকায় বা ধমকায় তাহলে তাকে বাইরে রাস্তা দেখানো হবে।' তিনি আরও বলেন, 'কেউ যদি ধান্দা করার জন্য তৃণমূলে আসেন, তাহলে তাঁদের জন্য তৃণমূলের দরজাটা চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে।' পুরভোটের আগে তৃণমূলের সর্বভারতীয় নেতার এই বক্তব্য যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তৃণমূলের বিরুদ্ধে সারদা-নারদ থেকে শুরু করে একাধিক কেলেঙ্কারি, তোলাবাজির অভিযোগ উঠেছে। এই অবস্থায় শুধু পুরভোটে নয়, আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের ভাবমূর্তিকে পরিষ্কার করতে চাইছে তৃণমূল। তৃণমূলের গায়ে লেগে থাকা দাগ মুছে ফেলতে চাইছে নেতৃত্ব। এর আগেও দলের নেতাদের উদ্দেশ্যে করা বার্তা দিতে শোনা গিয়েছে তৃণমূলের সর্বভারতীয় নেতাকে। বৃহস্পতিবার শোভাযাত্রায় নিজের বক্তব্যের মাধ্যমে সেটা আরও একবার বুঝিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,' তৃণমূল খাওয়ার জায়গা নয়, এটা লড়াই করার জায়গা। এটা নতুন তৃণমূল। কেউ যদি ভাবেন, আগে যা করেছেন, তিনি এখনও তাই করবেন, তা হবে না। এখন তৃণমূলের দিকে চেয়ে আছে গোটা দেশ। ' এর আগের দিনই বুধবার উত্তর কলকাতা সভা থেকে দলের নেতাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন, ‘বাইরে থেকে দলের নেতারা এসে প্রচার করতে পারবেন। কিন্তু তাঁদের প্রচার যেন বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ থাকে।’ একইসঙ্গে বাইরের কোনও লোক যেন ভোটের দিন কলকাতায় না আসে সে বিষয়েও কড়া হুঁশিয়ারি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কড়া বার্তা, 'নিজেদের কোমরের জোরেই নেতাদের ভোটে জিততে হবে। জোর করে ভোট করানো যাবে না বা ভোট দিতে কাউকে বাধা দেয়া যাবে না।'