গরমের ছুটি পড়তে শুরু করেছে স্কুলগুলিতে। আবার সিবিএসই পরীক্ষার রেজাল্টও বেরিয়ে গিয়েছে। সেক্ষেত্রে অনেকেই ভাবছেন কলকাতার এই গরম আর ভালো লাগছে না। এবার যেতে হবে উত্তরবঙ্গে। কিন্তু যাবার নাম হলেই প্রথমেই মাথায় আসে যাব কীভাবে? কারণ অধিকাংশ ট্রেনেই তো টিকিট মিলছে না। আর সেকথা মাথায় রেখে ভিড় সামাল দিতে এবার একজোড়া স্পেশাল ট্রেন চালু করল উত্তর পূর্ব সীমান্ত রেল। নতুন সুপারফাস্ট স্পেশাল ট্রেন। একেবারে আরামদায়ক জার্নি।
উত্তর পূর্ব সীমান্ত রেলের পক্ষ থেকে হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্য়ে সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুপারফাস্ট সামার স্পেশাল ট্রেন( ০২৩০৯- ০২৩১০) এই ট্রেনগুলি হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাবে। উভয় রুটেই সাতটি করে ট্রিপে এই ট্রেন চলাচল করবে।
এই ট্রেন বন্দে ভারত না হলেও সুবিধা কিছু কম থাকছে না। এখানে ১৩টি এসি চেয়ার কার থাকবে। ট্রেনটি ডানকুনি, বোলপুর শান্তিনিকেতন, মালদহ টাউন স্টেশন ও বারসই রেল স্টেশন হয়ে যাবে। সব মিলিয়ে আর টিকিট পাওয়া নিয়ে টেনশনের কারণ নেই।
এদিকে হাওড়া নিউ জলপাইগুড়ি স্পেশাল ০২৩০৯- এই ট্রেনেরও চাহিদ প্রবল। এই ট্রেন ১৫,২২,২৯ শে মে ও ০৫,১২, ১৯, ও ২৬ জুন যাবে। এতে কিছুটা হলেও যাত্রীদের সুবিধা হবে। এই ট্রেনটি সুপার ফাস্ট। প্রত্যেক বুধবার সকাল ৫টা ৫৫ মিনিটে রওনা দেবে। সেটা দুপুর ১টা ২৫ মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছে যাবে। এরপর প্রয়োজনে সেদিনই বিকালে দার্জিলিং রওনা দিয়ে দিতে পারেন।