
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নিয়োগ দুর্নীতিকাণ্ডে মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্যের মঞ্জুর করল না কলকাতা হাইকোর্ট। শুক্রবার ইডির সওয়ালের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
গত মাসেই মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপা ভট্টাচার্যের জামিনের আবেদন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। তার পর শৌভিকের জামিনের আবেদনে তাঁর আইনজীবী সওয়াল করেন, প্রমাণের অভাবে ইতিমধ্যে শতরূপাকে জামিন দিয়েছে আদালত। শৌভিকের বিরুদ্ধেও ইডির কাছে কোনও প্রমাণ নেই। তিনি কোনও প্রভাবশালীও নন। অকারণে আটকে রাখা হয়েছে তাঁকে।
পালটা ইডির আইনজীবী বলেন, মানিকের সাম্রাজ্য পরিচালনা করতেন শৌভিকই। তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, পরিকল্পনা করে দুর্নীতি করেছেন তিনি। কলকাতার একটি নামি ক্লাবের মাধ্যমে তিনি টাকা লেনদেন করতেন। আয়কর বিভাগসহ অন্যান্য আর্থিক সংস্থার চোখে ধুলো দিতেই এই পথ বেছে নিয়েছিলেন শৌভিক।
পালটা শৌভিকের আইনজীবী বলেন, ইডির এই দাবি অসত্য। এব্যাপারে আদালতে পালটা হলফনামা দিতে চায় তারা। সোমবার মামলাটির পরবর্তী শুনানি।
গত মাসে মানিক ভট্টাচার্যের স্ত্রীকে জামিন দেন বিচারপতি ঘোষ। ১ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তিনি। এবার দেখার সোমবার শৌভিকের জামিনের ফয়সলা হয় কি না।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports