নীল চাঁদ কখনও দেখেছেন? এই প্রশ্ন এখন ওঠার যথেষ্ট প্রাসঙ্গিকতা রয়েছে। কারণ এবার মহাকাশে দেখা যাবে নীল রংয়ের চাঁদকে। এমনকী করোনা আবহে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারবেন অনেকে। এই ধরনের নীল চাঁদের দেখা সব সময় যায় না। তাই একে ইংরেজিতে বলে ‘ওয়ান্স ইন এ ব্লু মুন।’ সাধারণত এক মাসে দু’বার পূর্ণিমা হলে দ্বিতীয় পূর্ণিমার দিনের চাঁদকে নীল দেখায়। ১ অক্টোবর পূর্ণিমা হয়েছিল। আর পরের পূর্ণিমা হবে ৩১ অক্টোবর।অর্থাৎ আর একটি পূর্ণিমা হওয়ার কথা ৩১ অক্টোবর। সুতরাং নিয়ম অনুযায়ী সেদিন চাঁদকে নীল দেখানোর কথা। কারণ একমাসে দু’বার পূর্ণিমা পড়লে শেষবারের পূর্ণিমার চাঁদ নীল দেখাবে। তবে তা সর্বদা পুরোপুরি নীল হয় না। মহাকাশের এই বিরল ঘটনার সাক্ষী যাতে সবাই থাকতে পারে তাই এবার অনলাইনে নীল চাঁদ দেখানোর ব্যবস্থা করল বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। প্রতিষ্ঠানের নিজস্ব ইউটিউব চ্যানেলে পুরো ঘটনাটি প্রত্যক্ষ করা যাবে। আর পাওয়া যাবে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। আর সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা পর্যন্ত করা যাবে লাইভ চ্যাট।জানা গিয়েছে, বিশেষজ্ঞদের নিয়ে একটি লাইভ চ্যাটিংয়েরও ব্যবস্থা করা হয়েছে। সেদিন সন্ধ্যা ৭ টা থেকে ৮ টা সেই লাইভ চ্যাটিংয়ে অংশ নেবেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতে, নীল চাঁদের সঙ্গে নীল রংয়ের কোনও সম্পর্ক নেই। ২০১৮ সালে এই ধরনের নীল চাঁদ দু’বার দেখা গিয়েছিল। একবার ৩১ জানুয়ারি নীল চাঁদ দেখা গিয়েছিল। এরপর ৩১ মার্চ নীল চাঁদ দেখা গিয়েছিল। এরপর ২০২৩ সালে ৩১ জানুয়ারি নীল চাঁদ দেখা যাবে।