পশ্চিমবঙ্গ বিধানসভায় গণ্ডগোলের ঘটনার বিরুদ্ধে নালিশ ঠুকতে এবার অমিত শাহের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। আজ, বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিধানসভায় বিজেপির চিফ হুইপ। সেখানে তৃণমূল কংগ্রেস বিধায়কদের দ্বারা বিজেপি বিধায়করা আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। সূত্রের খবর, বিধানসভার ঘটনা নিয়ে সব দায় তৃণমূল কংগ্রেসের উপর চাপিয়েছেন টিগ্গা।বিধানসভার অধিবেশনে নোটিশ না দিয়ে রামপুরহাট গণহত্যা নিয়ে আলোচনা করতে চায় বিজেপি। তখন নিয়মটি মনে করিয়ে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তখনই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এমনকী সংঘর্ষে জড়িয়ে পড়েন। তার জেরে তৃণমূল কংগ্রেস বিধায়ক অসিত মজুমদারকে মেরে নাক ফাটিয়ে দেওয়া হয়। এই ঘটনায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তখন স্পিকার পাঁচজন বিধায়ককে সাসপেন্ড করেন। বিজেপির চিফ হুইপ মনোজ টিগ্গাকে নিগ্রহের অভিযোগ তোলে গেরুয়া শিবির। এমনকী কোমরে চোট লাগে বলে দাবি করা হয়। এই চোটের কথা বলে চিকিৎসার জন্য নয়াদিল্লি যান মনোজ টিগ্গা। এবার বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও দেখা করলেন তিনি। তাঁকে অমিত শাহের সঙ্গে দেখা করালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তখনই বিধানসভার ঘটনা নিয়ে নালিশ ঠোকেন টিগ্গা। ২৮ মার্চ বিধানসভার অন্দরে ঠিক কী ঘটেছিল? তা নিয়ে একটি রিপোর্টও দেন।এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, যাঁর কোমরে চোট লাগবে তিনি এত তাড়াতাড়ি সুস্থ হবেন কী করে? যদিও আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডাঃ শান্তনু সেন জানান, মনোজ টিগ্গার কোনও চোট লাগেনি। এমনকী এক্স–রে প্লেট পর্যন্ত টুইটারে পোস্ট করেছিলেন। তারপরেই মনোজ টিগ্গার এই সাক্ষাৎ বেশ শোরগোল ফেলে দিয়েছে।