করোনায় সাহায্য হিসাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা অনুসারে কাল থেকেই মহিলাদের জনধন অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে টাকা। অ্যাকাউন্ট পিছু তিন মাস ধরে মাসে ৫০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কাল তার প্রথম কিস্তি হিসাবে ৫০০ টাকা করে পেতে শুরু করবেন মহিলা অ্যাকাউন্টধারীরা।কেন্দ্রের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে শুরু হবে অর্থ বিতরণ। এক সপ্তাহ ধরে চলবে এই প্রক্রিয়া। ব্যাঙ্ক ও এটিএম-এ ভিড় এড়াতেই প্রতিদিন কিছু কিছু করে অ্যাকাউন্টে টাকা জমা পড়বে বলে জানানো হয়েছে। এই মর্মে নির্দেশিকাও জারি করেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন।IBA-র তরফে জানানো হয়েছে, যাদের অ্যাকাউন্ট নম্বরের শেষে ০ বা ১ রয়েছে তাঁরা টাকা পাবেন শুক্রবার। অ্যাকাউন্ট নম্বরের শেষে ২ বা ৩ থাকলে তারা টাকা পাবেন শনিবার। শেষে ৪ বা ৫ থাকলে টাকা পাবেন মঙ্গলবার। ৬ ও ৭ থাকলে টাকা পাবেন বুধবার, ৮ ও ৯ থাকলে টাকা পাবেন বৃহস্পতিবার।ব্যাঙ্কগুলির তরফে গ্রাহকদের টাকা তোলার জন্য ভিড় না করতে অনুরোধ করতে বলা হয়েছে। সঙ্গে ATM ও কাস্টমার সার্ভিস পয়েন্ট ব্যবহার করতে অনুরোধ করেছে তারা।