
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল সরকারি নগরোন্নয়ন দফতরের এক আধিকারিকের। মঙ্গলবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার অয়ন শীলকে আদালতে পেশ করে ইডির তরফে দাবি করা হয়, নগরোন্নয়ন দফতরের কর্তা বিভাগ গঙ্গোপাধ্যায়ের মেয়ে ইমন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যৌথ কোম্পানি খুলেছিলেন অয়নের ছেলে অভিষেক শীল। মেসার্স ফলিলস নামে ওই সংস্থার মাধ্যমে নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে বলে অভিযোগ।
এদিন আদালতে ইডির আইনজীবী ফিরোজ এদুলজি বলেন, নগরোন্নয়ন দফতরের ডেপুটি ডিরেক্টর বিভাস চক্রবর্তীর মেয়ে ইমনের সঙ্গে যৌথ কোম্পানি খুলেছিলেন অয়নের ছেলে অভিষেক শীল। সেই কোম্পানির অধীনে ২ নম্বর জাতীয় সড়কের পাশে শুক্লা পেট্রোল পাম্প নামে একটি পেট্রোল পাম্প কেনা হয়। এছাড়া একাধিক কারবারে যুক্ত ছিল সেই সংস্থা। ওই সংস্থার মাধ্যমে অয়নের নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করা হয়েছে। যদিও এই ঘটনায় বিভাস গঙ্গোপাধ্যায়ের যোগ মানতে চাননি অয়নের আইনজীবী। এদিনও আদালতে বিচারকের হাতে কেস ডায়েরি তুলে দেন ইডির আইনজীবী। কেস ডায়েরিতে প্রভাবশালীদের নাম খতিয়ে দেখেন বিচারক।
ওদিকে ইডির তরফে জানানো হয়েছে, অয়নের স্ত্রী কাকলি, ছেলে অভিষেক ও বান্ধবী শ্বেতা চক্রবর্তীকে জেরা করতে চায় তারা। সেজন্য তাদের ইডি দফতরে তলব করা হয়েছে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports