ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে বেফাঁস বলে ফেললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি স্বীকার করে নিলেন, আজকে যেখানে নির্বাচন হচ্ছে সর্বত্র ভারতীয় জনতা পার্টি জিতছে। এদিন তিনি দাবি করেন, গোটা দেশে বিজেপিকে রুখতে পেরেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন অভিষেক বলেন, ‘আজকে যেখানে নির্বাচন হচ্ছে সর্বত্র ভারতীয় জনতা পার্টি জিতছে। সেই কারণেই তো এদের গায়ে জ্বালা। কারণ, বাংলায় লড়াই করতে এসে বহিরাগতদের নিয়ে এসে ডেলি প্যাসেঞ্জারি করে মুখ থুবড়ে পড়েছে। একটা মহিলার পা ভেঙে দিয়েছে। তাও দেগঙ্গা থেকে দার্জিলিং, কাকদ্বীপ থেকে কুচবিহার তিনি ছুটে বেড়িয়েছেন হুইল চেয়ারে। মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন। মানুষের ভালোবাসাকে পাথেয় করে ২১৪টা আসন পেয়ে ভোকাট্টা করে বিজেপি হারিয়েছে’।
আসুন আমরা তৃণমূলকে আগে হঠাই, চোর সরকারটাকে আগে হঠাই, CPM মনষ্কদের ডাক সৌমিত্রর
অভিষেকের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর ক্ষমতা কারও। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর আগে তৃণমূলের ছাত্র যুবদের সঙ্গে লড়াই করতে হবে। আর ছাত্র যুবরাই বিজেপিকে ১০ গোল দিয়ে দেবে।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও আক্রমণ করেন তিনি। দাবি করেন, সীমান্তে গরুপাচারের টাকা দিল্লি যাচ্ছে।