
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
অবশেষে পুজোর আগেই শিলিগুড়িতে চালু হয়ে গেল যাত্রী সাথী অ্যাপ। রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় চালু হল এই অ্য়াপ ক্যাব পরিষেবা। কলকাতার পরে এবার শিলিগুড়িতেও চালু হল এই যাত্রী সাথী অ্যাপ ক্যাব পরিষেবা। ধাপে ধাপে উত্তরবঙ্গের অন্য়ান্য জেলাতেও এই ধরনের অ্য়াপ পরিষেবা চালু করার উদ্যোগ নেওয়া হবে।
গত বছর অক্টোবর মাসে মুখ্য়মন্ত্রী কলকাতায় এই পরিষেবা চালু করেছিলেন। এবার তা চালু হল শিলিগুড়ি। আর এই শিলিগুড়ি থেকেই হাজার হাজার পর্যটক যান দার্জিলিংয়ে। সেক্ষেত্রে এই পরিষেবা পুরোদমে চালু হলে পর্যটকদের বিরাট সুবিধা হবে।
আপাতত ঠিক করা হয়েছে ট্রাফিক পুলিশ এই অ্যাপ ক্যাবকে প্রয়োজনীয় সহযোগিতা করবে। চালকদেরও এনিয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গেই চালকরা যাতে এই অ্য়াপ ক্যাব পরিষেবায় নিজেদের নাম ও গাড়ির নম্বর নথিভুক্ত করেন সেব্যাপারে পরামর্শ দেওয়া হচ্ছে। এই অ্য়াপ ক্যাবে দার্জিলিং যাওয়ার খরচও অনেকটাই কম হতে পারে।
শিলিগুড়িতে দু ধরনের পরিষেবা থাকবে। একটা হল স্পেশাল জোন। আর অপরটি হল ওপেন মার্কেট। শিলিগুড়ি জংশন স্টেশন সংলগ্ন এলাকা, নিউ জলপাইগুড়ি স্টেশন এলাকা ও বাগডোগরা বিমানবন্দর সংলগ্ন এলাকাকে স্পেশাল জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই তিনটি পয়েন্ট থেকে অ্যাপ ক্যাবকে বুক করা যাবে। যে কোনও জায়গায় যাবে এই ক্য়াব। এমনকী কেউ যদি এই ক্য়াব নিয়ে পাহাড়ে যেতে চান সেটাও তিনি করতে পারবেন।
এদিকে শিলিগুড়িতে আসার পরে যাঁরা ভাবেন পাহাড়ে বেড়াতে যাবেন তাঁদের ক্ষেত্রে সবথেকে বড় চাপ হল গাড়ি ভাড়া করা। কারণ দেখা যায় পর্যটকদের কাছ থেকে যেমন খুশি ভাড়া চাওয়া হয়। তবে এবার যাত্রী সাথী অ্য়াপ ক্য়াবের ক্ষেত্রে অন্তত সমস্যা কিছুটা হলেও মিটবে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার জন্য তাদের নির্দিষ্ট ভাড়া দিতে হবে। তার বেশি নেওয়া যাবে না। এর জেরে যাত্রী ও গাড়ি চালকের মধ্যে সেই চিরাচরিত সমস্যাটা কিছুটা হলেও মিটবে।
এদিকে দুর্গাপুর আসানসোল, অন্ডাল এয়ারপোর্টেও পরীক্ষামূলকভাবে এই ধরনের পরিষেবা চালু হচ্ছে। এদিকে বর্তমানে কলকাতায় সব মিলিয়ে ৪৫ হাজার, ৫২২জন গাড়ি চালক এই অ্যাপের আওতায় এসেছেন। এবার শিলিগুড়িতেও প্রচুর গাড়ি চালক এই অ্যাপের আওতায় আসার চেষ্টা করছেন।
পুজোর আগে শিলিগুড়ি-দার্জিলিং রুটে এই যাত্রী সাথী অ্যাপকে ঘিরে উৎসাহ একেবারে তুঙ্গে উঠেছে। তবে এই অ্য়াপ ক্যাবের মাধ্যমে যত দূরের যাত্রা হবে ততই ভাড়া কম পড়বে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports