গুরুপূর্ণিমায় রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজির চরণে মস্তক ঠেকিয়ে প্রণাম করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রবিবার দুপুরে বেলুড় মঠে গিয়ে প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মহারাজকে প্রণাম করে অন্য ভক্তদের সঙ্গে প্রসাদ গ্রহণ করেন সুকান্তবাবু।
আরও পড়ুন - ডিম ভাত খেতে কলকাতা গেলে ইন্সুরেন্স করে বাড়ি থেকে বেরোবেন, পোস্টার পড়ল হুগলিতে
পড়তে থাকুন - অভিযোগকারীদের বিরুদ্ধে হাইকোর্টে মামলার হুমকি, গ্রেফতারির পরেও তেজ কমেনি জামালের
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্তবাবু বলেন, ‘আজকে গুরু পূর্ণিমা, যাকে ব্যাস পূর্ণিমা বলা হয়। মহর্ষি ব্যাসদেব আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। যাঁকে পৃথিবীর প্রথম গুরু বলে ভারতীয় সংস্কৃতিতে মানা হয়। আমরা ভারতীয় জনতা পার্টি যারা নেতৃত্ব আছে তারা আজকের দিনে সমাজের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন মত মন্দিরের প্রধান আছেন তাদের আশীর্বাদ নিতে চাই। আজকে আমার সৌভাগ্য হয়েছে প্রেসিডেন্ট মহারাজের আশীর্বাদ নেওয়ার। এই উপলক্ষে বেলুড় মঠের অন্যান্য মহারাজদের সাথে দেখা করে তারপরে প্রসাদ পাওয়ার সৌভাগ্য হবে।
তৃণমূলের ২১ জুলাইয়ের সভা নিয়ে তিনি বলেন, ‘তৃণমূলে এখন রেষারেষি চলছে। একটু নিজেদের মধ্যে মনোমালিন্য চলছে যে ভাইপো তৃণমূল কংগ্রেস থাকবে না, পিসি তৃণমূল কংগ্রেস থাকবে? আমি শুনতে পেলাম নাকি আজকে ডায়মন্ড হারবার থেকে সেরকম লোকজন গাড়িটাড়ি আসেনি। এখন কী চলছে তৃণমূল কংগ্রেসের ঘরের ভেতরের ব্যাপার সংসারের ব্যাপার তারাই বলতে পারবে। কংগ্রেসের একুশে জুলাই এখন তৃণমূল কংগ্রেস পালন করছে। কংগ্রেস আবার আলাদা করে ছোট করে পালন করে। আগামী দিনে হয়তো তৃণমূল কংগ্রেসের দুটো একুশে জুলাই হবে।
আরও পড়ুন - শ্লীলতাহানির অভিযোগ ভুয়ো, অবসরপ্রাপ্ত বিচারপতির রিপোর্ট প্রকাশ করে দাবি রাজভবনের
তিনি বলেন, একসময় সিপিএম এরকম গর্ব অনুভব করত। সিপিএমকে এখন খুঁজে পাওয়া যায় না। যখন বেশি কেউ গর্ব অনুভব করে তখন বুঝবেন তার গর্তে যাওয়ার সময় এসে গেছে।