বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ইশারাই তাঁর কাছে 'অস্ত্র', নির্যাতিতা তরুণীর মুখের ভাষা হয়ে উঠলেন রজনী

ইশারাই তাঁর কাছে 'অস্ত্র', নির্যাতিতা তরুণীর মুখের ভাষা হয়ে উঠলেন রজনী

রজনী বন্দ্যোপাধ্যায়।

প্রজাতন্ত্র দিবসের আগের রাতে কলকাতায় এক বধির তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। গাড়ির মধ্যেই ধর্ষণ করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগের ভিত্তিতে দ্রুত গ্রেফতার করা হয় অভিযুক্তকে। আর সেই দ্রুত গ্রেফতারির ক্ষেত্রে স্পেশাল এডুকেটর এবং সাইন ল্যাঙ্গুয়েজ ইন্টারপ্রেটর রজনী বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা যে কতটা গুরুত্বপূর্ণ ছিল, তা স্মরণ করিয়ে দিচ্ছেন বিশেষজ্ঞরা। পুরো ঘটনা নিয়ে 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র সঙ্গে কথা বললেন রজনী। জানালেন পুরো ঘটনা।

রজনী বন্দ্যোপাধ্যায়

রাত ১১ টার পর পুলিশের ফোন এসেছিল। কিন্তু বিরাটি থেকে প্রগতি ময়দান থানা অনেকটাই দূরে। তাই সেদিন রাতে যেতে পারিনি। পুলিশের তরফে সকালে যতটা আগে সম্ভব, পৌঁছে যেতে বলা হয়েছিল। সেইমতো পরদিন সকাল ছ'টার মধ্যে প্রগতি ময়দান থানায় পৌঁছে গিয়েছিলাম। ইশারার মাধ্যমে নির্যাতিতা তরুণী কী বোঝাতে চাইছিলেন, কী বলতে চাইছিলেন, সেদিন কী কী হয়েছিল, তা পুলিশকে জানাই। ন'টার মধ্যে অভিযোগ দায়ের করা হয়ে যায়। তারপর আমি অফিসে চলে গিয়েছিলাম।

তারইমধ্যে লালবাজারের উচ্চপদস্থ আধিকারিকরাও প্রগতি থানায় চলে আসেন। পুলিশ ডাকায় আমিও এসে যাই প্রগতি ময়দান থানায়। তরুণীর সঙ্গে আবারও কথা বলেছিলাম। প্রথমবার ক্যামেরা ছিল না। দ্বিতীয়বার ক্যামেরা রাখা হয়েছিল। সেই অভিশপ্ত রাতে কী কী হয়েছিল, তা পুরো ক্যামেরার সামনে তরুণীর থেকে জানতে চেয়েছিলাম। কোন রাস্তা দিয়ে কীভাবে নিয়ে যাওয়া হয়েছিল, কোথায় ফেলে দেওয়া হয়েছিল, তার খুঁটিনাটি জানতে শুরু করেছিলাম। একাধিক প্রশ্ন করতে থাকি। পুঙ্খানুপুঙ্খ জানতে চাইছিলাম। উত্তরে তরুণী যা বলছিলেন, সেটা আমি বলে দিচ্ছিলাম। সেই বয়ান লিপিবদ্ধ করা হতে থাকে।

এরকম ক্ষেত্রে নির্যাতিতার সঙ্গে কথা বলা কিছুটা চ্যালেঞ্জিং। তাঁরা তো মানসিকভাবে বিপর্যস্ত থাকেন। ফলে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়। এবারের নির্যাতিত তরুণী ট্রমার মধ্যে ছিলেন। তাই তাঁর সঙ্গে একটানা কথা বলছিলাম না। মাঝেমধ্যে বিরতি দেওয়া হচ্ছিল। তরুণী যাতে মানসিক অবসাদ কাটিয়ে উঠতে পারেন, সেজন্য এক মনোবিদও ছিলেন। তাতে কিছুটা স্বচ্ছন্দ বোধ করছিলেন। ভাবছিলেন যে তাঁকে মনের কথা বোঝার জন্য দু'জন উপস্থিত আছেন। তাই কিছুটা স্বাভাবিক ছন্দে ফিরতে থাকেন।

তবে শুধু মনোবিদ নন, নিয়ম মোতাবেক আরও একজন সাইন ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ ছিলেন। তিনিও তরুণীর থেকে বিশদে তথ্য জানতে চান। পুরো বিষয়টির 'ক্রস ভেরিফিকেশন' করা হয়। অর্থাৎ তরুণী যা বলতে চেয়েছেন, সেটা বুঝতে আমার কোনও ভুল হয়েছে কিনা, সেটা যাচাই করা হয়। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সেই তথ্যের ভিত্তিতে পুরো মামলা এগিয়ে নিয়ে যাবে পুলিশ। যাতে কোনও ফাঁকফোকর না থাকে, তাই নিয়ম মেনেই সেই 'ক্রস ভেরিফিকেশন' প্রক্রিয়া চলে। সেই তথ্যের ভিত্তিতে মোবাইল লোকেশন, সিসিটিভি ফুটেজ সংক্রান্ত খতিয়ে দেখা হয়। পুরো বিষয়টা মিটতে বেশ কিছুটা সময় লাগে। যতটা পুলিশকে সাহায্য করা যায়, ততটা করছিলাম। শেষপর্যন্ত পুরো প্রক্রিয়া সম্পন্ন করে আমার বাড়ি ফিরতে রাত দুটো বেজে যায়। পুলিশের গাড়িতে করেই পৌঁছে দেওয়া হয়েছিল।

পরদিন তরুণীর মেডিকেল পরীক্ষার সময় ছিলাম। আইন অনুযায়ী, মেডিকেল পরীক্ষার সময় সাইন ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞ এবং ইন্টারপ্রেটারকে থাকতে হয়। প্রথম থেকেই আমি ছিলাম। আদালতেও ওঁর সঙ্গে ছিলাম। তারইমধ্যে গত শনিবার একটি হাসপাতালে তরুণীর মেডিকেল পরীক্ষার কথা ছিল। কিন্তু চিকিৎসক যে দুপুর দুটোয় বেরিয়ে যাবেন, তা জানা ছিল না। বেলা একটা নাগাদ পুলিশ গাড়িতে করেই বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। যানজটের জেরে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। তার ফলে ২ টো ১০ মিনিট নাগাদ হাসপাতালে এসেছিলাম। তখন চিকিৎসক বেরিয়ে গিয়েছিলেন। তাই আবার সোমবার মেডিকেল হয় তরুণীর। আপাতত তরুণী যা বলতে চাইছেন, যা বোঝাতে চাইছেন, তা পুলিশ এবং আদালতের সামনে তুলে ধরছি।

এক্ষেত্রে পুলিশের ভূমিকার প্রশংসা করতেই হয়। ২০১১ সাল থেকে আমি কাজ করছি। ধর্ষণ-সহ ১০৩ টি মামলায় কাজ করেছি। কিন্তু এবারের মতো দ্রুততা কোনও মামলায় দেখিনি। পুলিশ কোনওরকম দেরি করেনি বা টালবাহানা করেনি। প্রগতি ময়দান থানায় আমি পৌঁছানোর আগেই আকার-ইঙ্গিতের মাধ্যমে তরুণীর সঙ্গে কথা বলেছিলেন পুলিশ আধিকারিকরা। কিছু যে একটা ঘটেছে, তা তাঁরা আগেই বুঝতে পারছিলেন। পরবর্তীতে তরুণীর বাবাকে থানায় ডেকে আনা; ঘটনার সময় তরুণী যে জামা পরেছিলেন, তা নিয়ে আসা - যাবতীয় কাজই নিয়মমাফিক করেছে পুলিশ। বিশেষভাবে সক্ষম মানুষের অধিকার আইন মেনে ধাপে ধাপে এগিয়ে গিয়েছেন আধিকারিকরা।

(সাক্ষাৎকারের ভিত্তিতে অনুলিখিত)

বাংলার মুখ খবর

Latest News

ঝড়-বৃষ্টিতে লণ্ডভণ্ড দিল্লি! বাড়ির উপর গাছ ভেঙে মৃত ৪ পহেলগাঁও হামলার পর ফের বিস্ফোরক জাভেদ, কেন বললেন, '৯৯ শতাংশ কাশ্মীরি ভারতের...' কুম্বলে বা দ্রাবিড় নয়! এই প্রোটিয়া ক্রিকেটারই শুরুর দিকে বদলে দেয় বিরাটের জীবন RR vs MI ম্যাচ যেন গলি ক্রিকেট! IPL 2025-এর খেলা ছেড়ে বল খুঁজতে ব্যস্ত সূর্য শাম্মি কাপুরের গলায় মালা দিতে চেয়েও কেন বিয়েটা হল না? কী জানালেন মুমতাজ? ভাই সৌগত অসুস্থ, ভর্তি নার্সিংহোমে! ছুটে এলেন দাদা তথাগত হেন করেঙ্গা, তেন করেঙ্গা! ফাঁকা পকেটে ভুলভাল প্রচার পাকিস্তানের এক বছর ছবি আঁকা হয়নি, আক্ষেপ মাধ্যমিকে তৃতীয় ঈশানীর, কীভাবে ভালো নম্বর তুলেছে? শনিদেবের কৃপায় এবার কর্কট সহ বহু রাশির লাভের যোগ!বিয়ে থেকে টাকাকড়িতে লাভ কাদের? না বুঝে ফেলে দিচ্ছেন তরমুজের পাল্প, এর সঙ্গে বীজ মিশিয়ে তৈরি করুন সেরা পানীয়!

Latest bengal News in Bangla

এক বছর ছবি আঁকা হয়নি, আক্ষেপ মাধ্যমিকে তৃতীয় ঈশানীর, কীভাবে ভালো নম্বর তুলেছে? সারি সারি সিলিন্ডার দেখে ক্ষুব্ধ মমতা, ম্যাগমা হাউসের ৬ রেস্তোরাঁয় তালা 'মাধ্যমিকে প্রথম অদৃত' শুনেই কেঁদে ফেলল রায়গঞ্জের ছেলে! ফাঁস সাফল্যের রহস্য মাধ্যমিকে এবার পাশের হার ৮৬.৫৬%, সফল পরীক্ষার্থীদের অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতার কেন দিঘায় গেলেন দিলীপ ঘোষ? কী হতে পারে তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ? যে জেলার ছেলে মাধ্যমিকে প্রথম, পাশের হারে সেটাই ২২-এ, মেদিনীপুর-কলকাতার কী হাল? শহিদদের ঋণ শোধ না হওয়া পর্যন্ত BJP নেতাদের ব্যক্তিগত আনন্দ বলে কিছু থাকতে পারেনা মাধ্যমিকে ৬৯৬ মার্কস পেয়ে প্রথমস্থানে অদৃত, একনজরে পূর্ণাঙ্গ মেধাতালিকা মাধ্যমিকের পরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে ভরতি হবে? পরীক্ষা হবে, কত নম্বর চাই? এখানেই দেখুন মাধ্যমিকের রেজাল্ট, কোন বিষয়ে কত নম্বর হল? ডাউনলোড করে নিন রেজাল্টও

IPL 2025 News in Bangla

কুম্বলে বা দ্রাবিড় নয়! এই প্রোটিয়া ক্রিকেটারই শুরুর দিকে বদলে দেয় বিরাটের জীবন RR vs MI ম্যাচ যেন গলি ক্রিকেট! IPL 2025-এর খেলা ছেড়ে বল খুঁজতে ব্যস্ত সূর্য ওতো বোলিংয়ের ডন ব্র্যাডম্যান… কিংবদন্তির সঙ্গে বুমরাহর তুলনা করলেন গিলক্রিস্ট আইপিএল ২০২৫: প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল CSK-RR! শেষ চারের লড়াইয়ে এগিয়ে কারা? হার্দিক ও সূর্যভাই শেষের দিকে যেভাবে গিয়ার বদলেছে… হারের কারণ জানালেন রিয়ান এটাই ক্রিকেট, এখান থেকেই ও শিখবে… শূন্য করলেও বৈভবের প্রশংসায় রোহিত-শাস্ত্রী ওর প্রশংসা করবেন না… RR vs MI ম্যাচে শূন্যতে আউট হতেই বৈভবকে সতর্ক করলেন গাভাসকর মেসি IPL খেললে CSK-তে যোগ দিতেন! ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে কোন দলে রাখলেন জাদেজা? ভিডিয়ো: রোহিতের স্ত্রীকে দেখেই হাতজোড় করে দাঁড়িয়ে পড়লেন RR বোলার আকাশ! ৭টা সেলাই, তারপরেও মাঠে নেমে অলরাউন্ড পারফরমেন্স! মন জিতলেন MI ক্যাপ্টেন হার্দিক

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.