
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
পঞ্চায়েত নির্বাচন মিটে গিয়েছে। আগামী ১৬ অগস্টের মধ্যে বোর্ড গঠনের পালা। আর ঠিক তার আগে খেলা ঘুরে গেল। সুতরাং বিরোধী দলের বোর্ড গঠন কার্যত বিশ বাঁও জলে চলে গেল। আজ, রবিবার কংগ্রেসের চারজন জয়ী পঞ্চায়েত সদস্য এবং সিপিএম থেকে জয়ী একজন পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তার জেরে বোর্ড গঠন করতে এগিয়ে গেল জোড়াফুল শিবির। আজ, রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূলে যোগ দিলেন মোট পাঁচজন বিরোধী সদস্য। এই ঘটনায় আবার শূন্য হাতে ফিরতে হল কংগ্রেস–সিপিএমকে।
পঞ্চায়েত নির্বাচনের পর বেশ কিছু আসন নিয়ে মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। ফলে জয়ী সদস্যদের ভাগ্য ঝুলে রয়েছে আদালতের রায়ের উপর। এই পরিস্থিতিতে যদি আদালতের রায় ঘোষণার আগেই এভাবে দলবদল হয়ে যায় তাহলে বিরোধীদের যা লোকসান হওয়ার তা হবেই। কারণ কোনও জায়গায় গণ্ডগোল হয়েছে এই তথ্যের উপর ভিত্তি করে আদালত হস্তক্ষেপ করতে পারে। কিন্তু যদি দেখা যায় দলবদল হয়ে গিয়েছে তাহলে হস্তক্ষেপ করেও লাভ নেই। এদিন সামশেরগঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক আমিরুল ইসলামের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন ওই পাঁচজন পঞ্চায়েত সদস্য। সুতরাং পঞ্চায়েত বোর্ড গঠনের আগেই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলল ঘাসফুল শিবির।
এবারের পঞ্চায়েত নির্বাচনে মুর্শিদাবাদে সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। রক্ত ঝরেছে সামশেরগঞ্জে। তখন একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছিল। কিন্তু একমাস না কাটতেই খেলা ঘুরে গেল। এখন বিরোধী দলগুলির জয়ী প্রার্থীরা যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। আগেও সামশেরগঞ্জে বিরোধী দলগুলির পঞ্চায়েত সদস্য এবং পঞ্চায়েত সমিতির সদস্য শাসকদলে যোগ দিয়েছেন। আজ সামশেরগঞ্জের পুটিমারিতে তৃণমূলের কার্যালয়ে উপস্থিত হন কংগ্রেসের চার এবং সিপিএমের এক পঞ্চায়েত সদস্য। আর জয়ী প্রার্থীদের অনুগামীরাও। এখানে সামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘এই প্রার্থীরা নির্বাচনের আগেই মানুষের কাছে বলেছিলেন, তাঁরা ভোটে জিতলে তৃণমূলে যোগ দেবেন। তাই প্রার্থীরা যোগদান করেছেন।’
আরও পড়ুন: রবিবাসরীয় দিঘায় নামল মুষলধারে বৃষ্টি, দুপুরে সমুদ্রসৈকতে চলল দেদার স্নান–পর্ব
কারা তৃণমূলে যোগ দিলেন? প্রতাপগঞ্জ এলাকার কংগ্রেসের প্রতীকে জয়ী মহম্মদ এনামুল হক, গোকুলকুমার দাস, মলি খাতুন, ভাসাইপাইকর পঞ্চায়েত থেকে জয়ী কংগ্রেস প্রার্থী আশরাফুল হক এবং সিপিএমের প্রতীকে জয়ী জৈদুর রহমান আজ তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিলেন। কেন এমন দলবদল করে যোগ দিলেন? জবাবে প্রত্যেকেই বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। কারণ এখানেই প্রকৃত কাজ করার সুযোগ রয়েছে। আমরা উন্নয়ন যজ্ঞে সামিল হলাম।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports