ফের দিনে দুপুরে রাজ্যে শ্যুটআউট। আততায়ীদের গুলিতে খুন হলেন তৃণমূল নেতা। রবিবার দুপুরে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কে বা কারা, কেন তৃণমূল নেতাকে খুন করলেন তা জানা যায়নি।স্থানীয়রা জানিয়েছেন, রবিবার দুপুরে নিজের বাড়িতেই কাজে ব্যস্ত ছিলেন সত্যেনবাবু। তখন তাঁর কাছে একটি ফোন আসে। ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। এর পরই তাঁকে এলোপাথাড়ি গুলি ছোড়া হয়। গুলি লাগে গলায়, হাতে, ঘাড়ে। দ্রুত তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।নিহতের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, সাম্প্রতিককালে রাজনীতি থেকে দূরে ছিলেন সত্যেনবাবু। তাঁকে যে ভাবে গুলি করা হয়েছে তাতে স্পষ্ট যে এই ঘটনা পূর্বপরিকল্পিত। খুনের পিছনে রাজনৈতিক, ব্যবসায়িক না ব্যক্তিগত কারণ রয়েছে তা জানা যায়নি। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন বহরমপুর থানার আধিকারিকরা।