আবার ক্যামেরার ফোকাসে জিতেন্দ্র তিওয়ারি। তবে তাঁকে এবার এই ফোকাসে নিয়ে এলেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কারণ তিনি বলেছেন, বিজেপিতে আসতে চেয়ে তৃণমূল ছাড়ার ‘ঘণ্টা বাজাচ্ছেন’ ‘আসানসোলের প্রাক্তন মেয়র’। এই নিয়ে জেলা রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে। যদিও জিতেন্দ্রবাবুর দাবি, তিনি ‘একাই’ আসানসোলের ‘প্রাক্তন মেয়র’ নন।অণ্ডালে ‘আর নয় অন্যায়’ শীর্ষক কর্মসূচিতে যোগ দিয়ে অর্জুনবাবু বলেন, ‘আসানসোলের প্রাক্তন মেয়র আমাদের দলে আসতে চাইছেন। তার জন্য আমাদের দলের জেলা সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই আমার সঙ্গে ঝগড়া করেছেন। উনি বলছেন, মেয়র যোগ দিলে আমি যাব কোথায়? আমি লক্ষ্মণবাবুকে আশ্বস্ত করেছি, আমাদের দল সঙ্কীর্ণ নয়। স্ক্রিনিং করে কাজ হয়।’ এরপর থেকেই তুঙ্গে উঠেছে জেলার রাজনীতি।নাম সরাসরি তিনি নেননি ঠিকই। তবে ইঙ্গিত জিতেন্দ্রর দিকেই বলে মনে করা হচ্ছে। কারণ, প্রথমে দলত্যাগ, পরে শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক, আবার দলে প্রত্যাবর্তন— ঘটেছে জিতেন্দ্রবাবুকে কেন্দ্র করে। পাশাপাশি, জিতেন্দ্রবাবুর দল ছাড়ার পর্বে তাঁর বিজেপিতে যোগ দেওয়ার বিষয়ে জল্পনা তৈরি হয় জেলার রাজনীতিতে।এই বিষয়ে জিতেন্দ্রবাবু বলেন, ‘আসানসোলে অনেক প্রাক্তন মেয়র আছেন। কাকে উদ্দেশ্য করে অর্জুনবাবু ওই মন্তব্য করেছেন, তা জানি না। তাই আমার কিছু বলারও নেই।’ অর্জুনবাবুর সঙ্গেই ওই কর্মসূচিতে যোগ দেন লক্ষ্মণবাবু, বিজেপি নেতা জয়ন্ত মিশ্র, সোমনাথ মোদী প্রমুখ।