
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোমবার সন্ধ্যায় দেসে লাগু হয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন। আর তার পর দিনই উত্তর ২৪ পরগনার হাবরায় তথাকথিত প্রশাসনিক সভা থেকে এই আইনকে ভাঁওতা বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী এই আইন নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়েছে বলেও দাবি করেন তিনি। সঙ্গে তাঁর দাবি, CAAর অধীনে নাগরিকত্ব পেতে গেলে জমা দিতে হবে বাবার বার্থ সার্টিফিকেট।
এদিন মমতা বলেন, ‘ফর্মে এক জায়গায় বলা হয়েছে, বাবার বার্থ সার্টিফিকেট জমা দেও। সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে? যাদের বয়স ৩৫ – ৪০ তারা বাবার বার্থ সার্টিফিকেট খুঁজে পাবেন তো? আমার তো বাবার বার্থ সার্টিফিকেট নেই। বাবা - মার জন্ম তারিখই জানি না। তখন হাসপাতালে ডেলিভারি হত না, সব হোম ডেলিভারি।’
এদিনের সভা থেকে মমতা বলেন, ‘CAAর অধীনে নাগরিকের আবেদন করলেই আপনি অবৈধ হয়ে যাবেন। তখন জমি জায়গা, চাকরি, সন্তানের শিক্ষার কী হবে? নাগরিকত্ব চলে গেলে আর কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা পাবেন না। নাগরিকত্ব চলে গেলে সবাইকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে। বিজেপির হাতে নিজের ভবিষ্যৎ ছেড়ে দেবেন তো?’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘CAA-র জন্য কারও নাগরিকত্ব চলে গেলে তাকে আমি আশ্রয় দেব। পশ্চিমবঙ্গে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না। প্রাণ থাকতে কারও নাগরিকত্ব যেতে দেব না।’
এমনকী এই আইনের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এই আইন বৈধ কি না তা নিয়েই আমার সন্দেহ রয়েছে।’
6.88% Weekly Cashback on 2025 IPL Sports