বিশাল আকারের কই ভোলা উঠে এল মৎস্যজীবীর জালে। বৃহৎ আকারের সামুদ্রিক মাছ ঘিরে হইচই কাণ্ড বেঁধে গেল দিঘায়। ইলিশে ভরা মরশুমে এই বিশাল আকারের ভোলা কই ঘিরে হইচই পড়ে গিয়েছে দিঘায়। সম্প্রতি ঘটনাটি ঘটেছে মাঝ সমুদ্রে। ওড়িশার পারাদ্বীপের বাসিন্দা এক মৎস্যজীবীর জালে উঠে এসেছে দেড়শো কেজি ওজনের বিশাল আকারের এই কই ভোলা মাছটি। ওই মৎস্যজীবী সামুদ্রিক মাছটিকে নিয়ে সরাসরি উপস্থিত হন দিঘার মোহনা বাজারে। তখনই সেটিকে দেখতে ঝাঁপিয়ে পড়ে এলাকার লোকজন। মাছটিকে এক ঝলক দেখতে আশেপাশের গ্রাম থেকে প্রচুর উৎসুক মানুষ জড়ো হন সেখানে। পরে মাছটি বিক্রিও হয় চড়া দামে। মোহনা বাজারে মাছটি বিক্রি হয় ৩৫ হাজার টাকায়। উত্তর ২৪ পরগনার এক ক্রেতা এই বিপুল টাকায় মাছটিকে কিনে নিয়ে যান।ওড়িশার ওই মৎস্যজীবী জানিয়েছেন, মাছ ধরতে তিনি তার নৌকায় মাঝসমুদ্রে গিয়েছিলেন। সমুদ্রের জলে জাল ফেলে রাখেন তিনি। কিছুক্ষণের মধ্যেই জালটি নড়ে উঠে। হঠাৎ তার জালে ভারী কিছু আটকে গিয়েছে বলে বুঝতে পারেন ওই মৎসজীবী। জলের মধ্যে থেকে জালটি টেনে তুলতেই ওই বিশাল আকৃতির মাছটি দেখতে পান তিনি। সেটিকে তৎক্ষণাৎ নিজের নৌকায় তুলে নেন ওই মৎস্যজীবী। তারপর সেখান থেকে সোজা চলে আসেন দিঘার মোহনা বাজারে।