
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
ভাত না পেয়ে ইট দিয়ে মাথা থেঁতলে দাদাকে খুন করল ভাই। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শামুকতলা থানা এলাকায়। মৃতের নাম বাবুলাল কুজুর (৩০)। তাদের বাবা-মা কেউ ছিল না, দুজনেই অনাথ। একে অপরের সম্বল ছিল দুই ভাই।দিনমজুর করে ভাইকে রান্না করে খাওয়াতেন দাদা। তবে সকাল থেকে খাবার জোটেনি, তার উপর ভাত না পেয়ে দাদার হাতে মার খেতে হয়েছিল ছোট ভাই বিমান কুজুরকে। খিদের জ্বালা এবং রাগের বশে শেষ পর্যন্ত দাদাকে খুন করে ফেলল বছর ১৬-এর ভাই। ঘটনায় ইতিমধ্যে কিশোরকে গ্রেফতার করেছে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
আরও পড়ুন: বাড়ির বউকে জব্দ করতেই কি শিশু খুন বলাগড়ে? মাসির কথায় রহস্য চরমে
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। সকাল থেকে খাবার না পেয়ে খিদের জ্বালায় ছটফট করছিল কিশোর। তবে দাদা রান্না করে ভাইকে না দিয়ে নিজেই খেতে বসে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তুমুল বচসা বাঁধে। এমনকী দাদাকে খাবার থেকে উঠিয়ে নিজে খাওয়ার চেষ্টা করে ভাই। তা নিয়ে দুই ভাইয়ের মধ্যে প্রথমে বচসা ও মারপিট বাঁধে। বাবুলাল তখন ভাই বিমানকে মারধর করে। এর কিছুক্ষণ পরে বিমান একটি ইট নিয়ে এসে বাবুলালের মাথায় সজোরে আঘাত করে। তাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তবে তাতেও ক্ষান্ত হয়নি বিমান। সে আরও বেশ কয়েকবার বিমানের মাথায় আঘাত করে। একে পেটে খিদের জ্বালা, তার ওপর মার খেয়ে হিংস্র হয়ে ওঠে ভাই। শেষ পর্যন্ত মৃত্যু হয় দাদার।
এরপর বিমান বেশ কিছুক্ষণ রক্তাক্ত দাদার দেহের পাশে ঠায় বসে থাকে ভাই। এদিকে, দাদা মারা গিয়েছে বুঝতে পেরে বিমান তখন দেহ লোপাট করার চেষ্টা করে। বিমান তখন বাড়িতে মাটির খুঁড়তে শুরু করে। সারারাত ধরে সে প্রায় চার ফুট গর্ত করে দাদার দেহ পুঁতে দেওয়ার পরিকল্পনা করে। তবে মাটি খুঁড়তে খুঁড়তে ভোর হয়ে যায়। সেই সময় সে দাদার দেহ টেনে নিয়ে গিয়ে গর্তে ফেলে দেওয়ার চেষ্টা করে। তবে দেহ ভারী হয়ে যাওয়ায় তা বিমানের একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। সেই সময় এক প্রতিবেশী তাকে দাদার মৃতদেহের সঙ্গে দেখে ফেলে। মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে গোটা পাড়ায়। তখন পুলিশে খবর দেন প্রতিবেশীরা। খবর পেয়ে শামুকতলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়য় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। ইতিমধ্যেই পুলিশ ছোট ভাই বিমানকে গ্রেফতার করে জুভেনাইল কোর্টে পাঠিয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনায় তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ।
৳7,777 IPL 2025 Sports Bonus