এবার আবাসিকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। আজ, রবিবার আর্বজনা ফেলাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা দেখা দেয় আসানসোলে। আর এই পরিস্থিতি গড়িয়ে এমন পর্যায়ে পৌঁছয় যে, কংগ্রেস নেতাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কাউন্সিলর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। এই ঘটনার জেরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার হাতাহাতি পর্যন্ত গড়ায়। এই ঘটনা নিয়ে আলোড়ন পড়ে গিয়েছে। এমন ঘটনা যে ঘটতে পারে তা কেউ ভাবতেও পারেনি।
এই ঝামেলা–অশান্তির জেরে আবহাওয়া তপ্ত হয়ে ওঠে। রবিবার ছুটির দিন হওয়ায় এই এলাকায় সব মানুষজনই উপস্থিত ছিলেন। তাই প্রকাশ্য দিবালোকে এমন মারধরের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের সেনরালে রোডের ঘটনায় জনগণের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। আজ এই ঘটনা নিয়ে সারাদিন আলোচনা হয়েছে। এই বিষয়ে কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডি বলেন, ‘আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের একটি কমপ্লেক্সে আর্বজনা পরিষ্কার হয় না। সেটারই প্রতিবাদ আজ করা হয়েছে।’
আরও পড়ুন: বিরোধী দলনেতার খাসতালুকে বিজেপি গোহারা, কাঁথি সমবায় নির্বাচনে তৃণমূলের বড় জয়
এখানেই তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের সঙ্গে কংগ্রেস নেতার তুমুল হাতাহাতি হয়। যা নিয়ে মানুষের মধ্যে তুমুল চর্চা শুরু হয়েছে। আসানসোল পৌরনিগমের ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান অনিমেষ দাসের পাল্টা অভিযোগ, ‘প্রতিবাদ করতে গিয়ে আজ আর্বজনা রাস্তার উপর ফেলে দেওয়া হয়েছে। তার জেরে অন্যারা অত্যন্ত অসুবিধার মধ্যে পড়েছেন। এটা করা উচিত হয়নি। সেটাই বলা হয়েছে।’ কিন্তু অভিযোগ উঠেছে, এই ঘটনা ঘিরে তৃণমূল কংগ্রেস কাউন্সিলর অনিমেষ দাস এবং কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতন্ডির মধ্যে তুমুল বচসা হয়। তারপর তা থেকে হাতাহাতিতে গড়ায়।