কালীপুজোও অনুব্রত মণ্ডলকে জেলে কাটাতে হবে। তেমনই আঁটঘাঁট বেঁধেছে সিবিআই। গ্রেফতারের ৫৭ দিনের মাথায় তাঁর বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেখানে তাঁকে ‘গরু পাচারের মূল কাণ্ডারী’ বলে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতেও ফুরফুরে মেজাজে রয়েছেন বীরভূমের কেষ্ট। সিবিআই চার্জশিট নিয়ে তিনি নির্বিকার! দুর্গাপুজোয় পছন্দের মেনু হওয়ায় কবজি ডুবিয়ে ভুরিভোজ করেছিলেন অনুব্রত মণ্ডল। এবার আসছে কালীপুজো। কী থাকছে কেষ্টর মেনুতে? উঠছে প্রশ্ন।
ঠিক কী জানা যাচ্ছে? সংশোধনাগার সূত্রে খবর, কেষ্টর কোনও উৎকণ্ঠায় নেই। তাঁর বন্দিদশা কাটছে বহাল তবিয়তেই। প্রথমে জেলের হাসপাতালে নিজেকে আটকে রেখেছিলেন। এখন অন্যত্রও ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে তাঁকে। জেলের অন্দরে বেড়ে উঠেছে তাঁর ‘ফ্যান–ফলোয়ার’। সর্বক্ষণের সঙ্গী কম করে ২০ জন বন্দি। এবার পুজোয় তাঁদের নতুন বস্ত্র দেওয়ারও উদ্যোগ নেন কেষ্ট। কিন্তু সংশোধনাগার কর্তৃপক্ষের চাপে সেই আশা পূরণ হয়নি। তবে, দুর্গোপুজোর মতোই এলাহি আয়োজন থাকছে কালীপুজোতেও।
কী থাকছে কালীপুজোর দিনের মেনু? জেলের এক কারারক্ষী সূত্রে খবর, ওইদিন রাতে জেলের মেনুতে থাকছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। সঙ্গে থাকছে দু’রকম মিষ্টি। রাতে মাংস ভাত হওয়ার সম্ভাবনা আছে। এমনকী ভাইফোঁটার ব্যবস্থাও এখানে করা হচ্ছে। নিয়ম মেনে ফোঁটা দেওয়া যাবে অনুব্রত মণ্ডলকেও। ফলে সবমিলিয়ে ফুরফুরে মেজাজে আছেন কেষ্ট। এখন অনুগামী বন্দিদের সঙ্গে হেসে কথা বলেন তিনি। মনে জোগান সাহস। আর আস্থা রাখতে বলেন বিচারব্যবস্থার উপর।