ছয় আল কায়দা জঙ্গির গ্রেফতারির পর ২৪ ঘণ্টা কাটতে না-কাটতে মুর্শিদাবাদে উদ্ধার হল বিপুল পরিমাণ তাজা সকেট বোমা। শনিবার রাতে যে এলাকা থেকে গ্রেফতার হয়েছিল জঙ্গি আবু সুফিয়ান সেখান থেকেই রবিবার রাতে উদ্ধার হয়েছে অন্তত ২০০টি সকেট বোমা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে রানিনগরের গোধনপাড়ার কাছারিপাড়া এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে সকেট বোমা তৈরি করছে দুষ্কৃতীরা। খবর পেয়ে সেখানে হানা দেয় পুলিশ। পুলিশের দাবি, খবর পেয়ে সেখানে বোমাগুলি রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এর পর সেখান থেকে প্রায় ২০০টি সকেট বোমা উদ্ধার করে পুলিশ। খবর যায় বম্ব স্কোয়াডে। সোমবার বহরমপুর থেকে বম্ব স্কোয়াড গিয়ে বোমাগুলি নিষ্ক্রিয় করে। বিপুল পরিমাণ বোমা উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদের অতিরিক্ত পুলিশ সুপার তন্ময় সরকার বলেন, ‘কারা, কেন বোমা বানাচ্ছিল তা খতিয়ে দেখছে পুলিশ।’বলে রাখি, শনিবার রাতে এই রানিনগরেরই রামনগরের কালীনগর গ্রামে অভিযান চালিয়ে আবু সুফিয়ান নামে এক আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে NIA। তার বাড়িতে একটি গোপন কুঠুরি মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। তার পর ২৪ ঘণ্টার মধ্যে সেই রানিনগরেই মিলল ২০০ সকেট বোমা। রবিবার রাজ্য সরকারকে না জানিয়ে NIA-র অভিযান নিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, ‘পুলিশকে জানিয়ে এলে জঙ্গিরা পালিয়ে যেত।’ রবিবার রাতে বোমা উদ্ধার হলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ।