Vastu Tips for Mirror: বাড়ির কোথায় আয়না রাখবেন? কোথায় রাখবেন না? ভাগ্য বদলাতে এখনই জানুন বাস্তু নিয়ম
Updated: 28 Jun 2024, 12:00 PM IST Suman Roy 28 Jun 2024 Vastu Tips For Mirror, Vastu Tips, Mirror, আয়নার কোন দিকে মুখ করে রাখা উচিত, ঘরের মুখ কোন দিকে রাখা উচিত, বেডরুমের আয়না বন্ধ করার উপায়, বাস্তু অনুযায়ী বসার ঘরে আয়না কোথায় রাখবেন, ড্রেসিং টেবিল কোন দিকে রাখা উচিত, খাট কোন দিকে রাখা উচিত, আলমারি কোন দিকে রাখা উচিত, ঘরের+কোন+দিকে+ঘড়ি+রাখা+উচিত, ফ্রিজ কোন দিকে রাখা উচিত, আলনা কোন দিকে রাখা উচিত, টিভি কোন দিকে রাখা উচিত, আয়নার ব্যবহারVastu Tips for Mirror: বাস্তু মতে, বাড়ির দরজার সামনে একটি বৃত্তাকার আয়না রাখলে ঘরে সুখ বাড়বে। এতে আর্থিক সমস্যা থেকে ঘর দূরে থাকবে। তবে ভুল করেও রান্নাঘরে আয়না বসিয়ে দেবেন না। এটি প্রতিকূল বলে মনে করা হয়। জেনে নিন, আরও বেশ কয়েকটি নিয়ম।
পরবর্তী ফটো গ্যালারি