Shukra Gochar in Meen Rashi: ২৮ জানুয়ারি সকালে শুক্রদেব বৃহস্পতির রাশি মীন রাশিতে প্রবেশ করবেন। শুক্রের গোচরের কারণে, কিছু রাশির জাতক জাতিকারা ভালো সুবিধা পাবেন এবং অন্যরা মিশ্র প্রভাব পাবেন। আসুন জেনে নিই মীন রাশিতে শুক্রের গোচরের ফলে কোন কোন রাশি হবে লাভবান।