জ্যোতিষশাস্ত্র মতে, রাহু, শনি, সূর্য, বুধ, শুক্র, চন্দ্র এই গ্রহগুলির প্রতিটির আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আর আসন্ন সময়ে এই ৬ গ্রহের গোচরও রয়েছে। জ্যোতিষ গণনা বলছে, এই ৬ গ্রহের গোচরে বিপুল লাভ আসতে চলেছে একাধিক রাশির জীবনে। এই ৬ গ্রহ যে গোচর করছে, তাতে ষটগ্রহী যোগ তৈরি হচ্ছে। এই ষটগ্রহী যোগের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন। দেখা যাক, কারা কারা লাকি। কবে রয়েছে এই গোচর? তারও হদিশ রইল। প্রায় ৫ দশক পর মীনে এই ষটগ্রহী যোগ তৈরি হচ্ছে।
মীন
মীন রাশিতেই এই ৬ গ্রহের বিচরণ হবে। ফলে মীন রাশির জাতক জাতিকারা বিপুল লাভের মুখ দেখবেন। আত্মবিশ্বাসের দ্রুত বিকাশ হবে। হু হু করে বাড়বে আত্মবিশ্বাস। সমাজে মান সম্মানের বৃদ্ধি হবে। অপ্রত্যাশিত জায়গা থেকে বিপুল টাকা আসবে। মা বাবার সঙ্গে ভালো সময় কাটবে। চাকরিরতদের জন্য সময় ভালো। ব্যবসাতেও লাভ হবে। আয়ের নতুন রাস্তা খুলবে। স্বাস্থ্য ভালো থাকবে।
মিথুন
যে কাজ শেষ করা নিয়ে আপনি বহুদিন ধরে অপেক্ষা করছিলেন সেই কাজ এবার শেষ হতে চলেছে। সূর্য আর গুরুর কৃপায় আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন। শনিদেবের কৃপায় আপনি প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসার কাজে কোথাও যাত্রা করতে পারেন। জীবনে আনন্দ পাবেন সব দিক থেকে। অফিসে সিনিয়ররা আপনার সমর্থনে থাকবেন। সহকর্মীদের সঙ্গে দিনটি ভালো কাটবে। আপনি নানান দিক থেকে বহু মুনাফা পাবেন। জীবনে খুশি আনন্দ থাকবে।
মকর
মকর রাশির জন্য জীবনে খুশিতে ভরপুর থাকবে এই সময়কাল। কেরিয়ারে ভালো কোনও অপশন আসতে পারে। জীবন নিয়ে কোনও বড় সিদ্ধান্ত নিতে পারেন। সন্তানের দিক থেকে কোনও সমস্যা শুরু হলে, তা এবার কেটে যাবে।
কবে রয়েছে এই যোগ?
ফেব্রুয়ারি মাসে শুক্র, বুধ প্রবেশ করবেন মীনে। মীনে এখন রয়েছেন রাহু। এরপর মীনে ১৪ মার্চ যাবেন সূর্য। ২৯ মার্চ শনি, ২৮ মার্ট চন্দ্র যাবেন। ফলে ২৯ মার্চ মীন রাশিতে ৬ গ্রহের মহাকুম্ভ আয়োজিত হবে। তারফলে স্বভাবতই বহু রাশির জাতক জাতিকার জীবনে ফিরবে সুখ, সৌভাগ্য। এক্ষেত্রে ৩০ বছর পর মীনে প্রবেশ করবেন শনি, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
( এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)