জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিদেবের কৃপা দৃষ্টি যাঁর ওপর পড়ে, তাঁর জীবনে নানান দিকে বিভিন্ন রকমের শুভ ঘটনা ঘটে। তবে শনিদেবের সাড়েসাতি, ঢাইয়ার প্রভাবেও বহু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে নানান রকমের সমস্যা তৈরি হয়। এদিকে, ২০২৫ সালের প্রথম ভাগেই রয়েছে কর্মফলদাতা শনির গোচর। শনির গোচরের ফলে বহু রাশির ভাগ্যে উন্নতি দেখা যায়। আবার বহু রাশি কষ্টকর পরিস্থিতিতে পড়ে। আসন্ন সময়ে শনির গোচর রয়েছে মীনে। কর্মফলদাতা শনির চালে এই বদলের জেরে কার কার ভাগ্যে উন্নতি, আর কাদের ভাগ্যে কঠিন লড়াই রয়েছে, দেখে নেওয়া যাক।
মকর
এই গোচরের ফলে শনির সাড়েসাতি থেকে মিলবে মুক্তি। এই সময় আপনার সাহস পরাক্রম বৃদ্ধি পাবে। এই সময়কালে গাড়ি বা জমির খরিদারি করতে পারবেন। কেরিয়ারে প্রমোশনের যোগ রয়েছে। অফিসে সিনিয়ারদের থেকে কোনও কাজে পাবেন সমর্থন। নতুন দায়িত্ব আপনার ভাগ্যে উন্নতির রেখা চওড়া করবে। পড়ুয়ারা নিজেদের পড়াশোনায় ভালো ফল করবে। পড়াশোনা ভালোর দিকে যাবে। প্রেমের সম্পর্কে উন্নতি আসবে।
বৃষ
আপনার আয় বৃদ্ধি পাবে। যাঁরা চাকরি করেন তাঁরা ভালো ফল লাভ করবেন। ব্যবসায়ীদের ভালো মুনাফা আসবে। সন্তানের উন্নতির যোগ থাকবে। ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। এই সময় বিনিয়োগ বাড়বে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। লগ্নি থেকে লাভ আসবে। ব্যবসায় বড় মুনাফা আসবে। পরিশ্রমের ফল পাবেন। সন্তানের থেকে ভালো খবর পাবেন। টাকা রোজগারের নতুন নতুন উৎস সামনে আসবে।
ধনু
বাস্তবিক বহু ধরনের সুখ প্রাপ্তি হবে। গাড়ি, জমি কেনাকাটা করতে পারবেন। গাড়ি আর সম্পত্তির দিক থেকে লাভ হবে। কর্মক্ষেত্রে মান সম্মান বাড়বে। প্রচুর ধনপ্রাপ্তি হবে। ব্যবসায়ীদের বিশেষ লাভ হবে। তবে বাড়তি খরচও হবে। নতুন কোনও কাজের সম্ভাবনা তৈরি হবে। জমি, বাড়ি সংক্রান্ত কাজে যাঁরা নিয়োজিত তাঁরা পাবেন লাভ। এই সময় মায়ের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে।
আগামী ২৯ মার্চ রয়েছে শনির এই গোচর। হোলি রয়েছে ১৮ মার্চ। তারপরই ৩০ বছর পর মীনে প্রবেশ করবেন তিনি। এই গোচরের ফলে নানান দিক থেকে বিপুল লাভ করতে পারবেন বহু রাশির জাতক জাতিকারা।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )