Rahu and Ketu transit: রাহু কেতু ২০২৫ সালে রাশি পরিবর্তন করতে চলেছে ১৮ মে তারিখে। রাহু মীন থেকে কুম্ভে, কেতু কন্যা থেকে সিংহ রাশিতে চলে যাবে। রাহু এবং কেতুর রাশি পরিবর্তন ৫ রাশির জন্য ভাগ্যবান প্রমাণিত হবে। আসুন জেনে নেওয়া যাক কোন রাশির জাতকরা ২০২৫ সালে রাহু কেতুর রাশি পরিবর্তন থেকে লাভবান হবেন।