Masik shivratri vrat in november: মার্গশীর্ষ মাসিক শিবরাত্রির দিনে করুন এই কাজ, না হওয়া কাজও হবে পূর্ণ Updated: 29 Nov 2024, 12:00 AM IST Anamika Mitra Masik shivratri vrat in november: শিব পুরাণ অনুসারে, মাসিক শিবরাত্রিতে ভগবান মহাদেবের আরাধনা করলে জীবনের সমস্ত ধরণের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত না হওয়া কাজের সমাধান হয়। মার্গশীর্ষ মাসিক শিবরাত্রির দিনে কী করা উচিত জেনে নিন এখান থেকে।