Hindustan Times Bangla News

মা দুর্গা সম্পর্কে

Durga Puja
  • Names:
    শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘণ্টা, কুশমাণ্ড,স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী, সিদ্ধিধাত্রী
  • Parents:
    যশোদা (মা), নন্দ (পিতা)
  • Husband:
    মহাদেব
  • Children:
    লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিক
  • Vahana:
    সিংহ
  • Abode:
    কৈলাশ
  • Color:
    লাল
  • Favorite Food:
    খিচুড়ি এবং চাটনি
  • Famous Festivals:
    দুর্গাপুজো, নবরাত্রি, দশেরা
  • Symbolism:
    বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো ঘিরে মহালয়া থেকেই সাজো সাজো রব। প্রতিমার এই সাজের সবচেয়ে বড় অংশ হল দেবীর দশ হাতে দশ অস্ত্র। দেবীর প্রতিটি হাতের এক একটিতে বিভিন্ন অস্ত্রের তাৎপর্য রয়েছে আলাদারকমের। ত্রিশূল- দেবী দুর্গাকে ত্রিশূল দান করেছিলেন দেবাদিদেব মহাদেব। ত্রিশূলের তিনফলা হল তিনটি গুণের প্রতীক। সত্ত্ব, তমঃ,রজঃ গুণের কথা এখানে বলা হয়েছে। সত্ত্ব হল জ্ঞান, ম হল অন্ধকার, আর রজঃ হল অহংবোধ। সুদর্শন চক্র- দেবীকে সুদর্শন চক্র দিয়েছিলেন ভগবান বিষ্ণু। ব্রহ্মাণ্ড আবতর্নের প্রতীকী রূপ এই সুদর্শন চক্র। পদ্ম- আধ ফোটা পদ্ম জীবনে আত্মধ্যাতিক চেতনা বিকাশকে তুলে ধরে। দেবীকে পদ্ম প্রদান করে ব্রহ্মা সেই যুদ্ধবিদ্যার পাঠ দিয়েছিলেন। তির ও ধনুক- তির ও ধনুক হল প্রাণশক্তির প্রতীক। তির নির্দেশ করে গতিময়তাকে, আর ধনুক দেখায় দিশা, সম্ভাব্য ক্ষমতা। অসি- সতি দ্বারা বোঝানো হয় জ্ঞান ও দীপ্তি। এই অস্ত্র মা দুর্গাকে দিয়েছিলেন গণেশদেব। বজ্র- বজ্র হল আত্মশক্তির প্রতীক। ইন্দ্রদেব এই বজ্র প্রদান করেছিলেন মা দুর্গাকে। কর্ম থেকে আত্মশক্তি তৈরির প্রক্রিয়াকে নির্দেশ করে বজ্র। বর্শা-অগ্নিদেব প্রদান করেছিলেন বর্শা। এটি সঠিক বেঠিকের ফারাক শিখিয়ে দিতে সাহায্য করে। সর্প-মহাদেব অস্ত্র হিসাবে মা দুর্গাকে প্রদান করেছিলেন সাপ। সাধনা ও তার দ্বারা উন্মেষিত চেতনার প্রতীক হল সাপ। শঙ্খ- বরুণদেব দিয়েছিলেন শঙ্খ। যার ধ্বনি মঙ্গলময়তাকে বোঝায়। এতে সমস্ত অশুভ শক্তি ভীত হয়ে পড়ে। কুঠার- অশুভের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক কুঠার। বিশ্বকর্মা দান করেছিলেন কুঠার।
  • Famous Temples:
    বৈষ্ণদেবী, জম্মু ও কাশ্মীর চামুণ্ডা দেবী মন্দির, হিমাচল প্রদেশ কামাখ্যা মন্দির, অসম দক্ষিণেশ্বর কালী মন্দির (মা দুর্গার অবতার), পশ্চিমবঙ্গ অম্বা মাতা মন্দির, গুজরাট মা জ্বালা মন্দির, হিমাচল প্রদেশ চামুণ্ডেশ্বরী মন্দির, কর্ণাটক বামলেশ্বরী দেবী মন্দির, ছত্তিশগড় নয়না দেবী মন্দির, উত্তরাখণ্ড দেবী পতন মন্দির, উত্তর প্রদেশ

অষ্টমী মন্ত্র

অষ্টমী মন্ত্র

নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতো হপি বা | যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচিঃ ||

নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্ | নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্ ||

মঃ পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুণা ধৃতা | ত্বঞ্চ ধালয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্

এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরবে নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃ লক্ষ্মীদেবৈ নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃ সরস্বতৈ নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃ কার্ত্তিকায় নমঃ ,

এতে গন্ধপুষ্পে নমঃসর্বদেবদবীভ্যোনম

অখন্ডমন্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্ | তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ

নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি | আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে

নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে

নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে | সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে

এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ

জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে