যে সমস্ত বাড়িতে লক্ষ্মী পুজো করা হয়, সেই বাড়িতে মা লক্ষ্মী সদা বিরাজমান থাকেন। সেই সংসার সুখে শান্তিতে ভরে থাকে। নিয়ম মেনে মা লক্ষ্মী দেবীর পুজো করলে মনের বাসনা পূর্ণ হয়। সংসারে সুখে শান্তি, ধন-সমৃদ্ধির জন্য মা লক্ষ্মীর কৃপার বিশেষ প্রয়োজন রয়েছে। সারা বছর মায়ের কৃপা পেতে ভক্তি সহকারে সঠিক নিয়ম মেনে যেমন তাঁর পূজা করতে হয়, ঠিক একই ভাবে যেদিন বাড়িতে লক্ষ্মী পূজা করা হয় সেদিন বাড়িতে এমন কিছু কিছু কাজ রয়েছে যা করতে নেই। লক্ষ্মী পূজার দিন যদি বাড়িতে এইসব কাজ করা হয়, তা হলে মা লক্ষ্মী অত্যন্ত রুষ্ট হন।
লক্ষ্মী পূজার দিন ভুলেও বাড়িতে এই ৭ কাজ করবেন না। তাতে মা লক্ষ্মী রুষ্ট হবেন। জানেন কোন ৭ টি কাজ? দেখে নিন
১) মা লক্ষ্মীর আসনে কখনও সাদা বা কালো কাপড় পাততে নেই। তার বদলে লাল, গোলাপি ইত্যাদি রঙের কাপড় ব্যবহার করতে পারেন। এতে দেবী লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন।
২) দেবী লক্ষ্মীকে কোনও ভাবেই পুজোর সময় তুলসী পাতা দেওয়া যাবে না।
আরও পড়ুন: বাড়িতে লাগান এই ৫ টি গাছ! হাতে আসবে টাকা! সুখে ভরবে ঘর
৩) লক্ষ্মীর পুজোর সময় কোনও লোহার তৈরি বাসন একেবারেই ব্যবহার করা যাবে না।
৪) দেবীকে লক্ষ্মী কোনও সাদা রঙের ফুল অর্পণ করা যাবে না। সাদা রং ছাড়া অন্যান্য রং যেমন লাল, হলুদ, গোলাপি রঙের ফুল লক্ষ্মী পূজায় ব্যবহার করা যেতে পারে।
৫) সাধারণত প্রায় সব পুজোর সময়ই কাঁসর ঘণ্টা বাজানো হয়। কিন্তু লক্ষ্মীর পুজোয় ভুল করেও কাঁসর ঘণ্টা বাজালেই বিপদ। কারণ এতে মা লক্ষ্মী প্রচন্ড অসন্তুষ্ট হন।
আরও পড়ুন: এই ৪ রাশির উপর সব সময় বজরংবলির আশীর্বাদ থাকে! আপনার রাশি এই তালিকায় আছে কি? দেখে নিন
৬) লক্ষ্মী পুজো করার সময় নিজেকেও লাল, গোলাপি, হলুদ, কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হয়। সাদা বা কালো বস্ত্র একেবারেই পরা যাবে না এই পূজার সময়।
৮) লক্ষ্মী পুজোর দিন কোনও ভাবে বাড়ি থেকে অন্য কাউকে চাল দিতে নেই।
দাবিত্যাগ - এই নিবন্ধে দেওয়া কোনও তথ্যের যথার্থতা বা নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হচ্ছে না। এই তথ্যগুলি জ্যোতিষী, পঞ্জিকা, বিশ্বাস বা ধর্মীয় শাস্ত্রের মতো বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করা হয়েছে এবং আপনাদের সামনে তুলে ধরা হয়েছে। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য প্রদান করা। এর জন্য হিন্দুস্থান টাইমস বাংলা কোনও ভাবেই দায়বদ্ধ নয়। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।