হিন্দু ধর্মে শুক্রবারকে দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। তাই, দেবী লক্ষ্মীকে খুশি করার জন্য শুক্রবারকে সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে শুক্রবারে কিছু কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়, আবার কিছু কাজ করা নিষেধ। শুক্রবার গৃহীত ব্যবস্থা জীবনে উন্নতি ও উন্নতি নিয়ে আসে। মা লক্ষ্মীর কৃপায় সম্পদ ও শস্যের আগমন ঘটে। এতে জীবনের সমস্যা দূর হবে বলে বিশ্বাস করা হয়। শুক্রবার দেবী লক্ষ্মীকে খুশি করতে কী করবেন আর কী করবেন না জেনে নিন।
( Clove Benefits: মুখের দুর্গন্ধ, মাড়ির সমস্যায় কাবু? এই মশলার একটা দানাই করবে মুশকিল আসান, পাবেন বহু উপকার)
( Arrest Warrant: নেতানিয়াহু, হামাস নেতা আল-মাসরি সহ বহু জনের বিরুদ্ধে গ্রেফতারি পারোয়ানা আন্তর্জাতিক কোর্টের)
( Graha Gochar Astrology: সূর্য সহ একঝাঁক গ্রহের গোচরে টাকা পয়সায় পকেট ফুলবে বহু রাশির! বৃষ সহ লাকি কারা?)
শুক্রবার কী করবেন- হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে শুক্রবার গরুকে রুটি খাওয়ানো উচিত। খাদ্য ও বস্ত্র গরীব বা অভাবীদের দান করা উচিত। এই দিনে দেবী লক্ষ্মীকে খির নিবেদন করলে তিনি প্রসন্ন হন বলে বিশ্বাস করা হয়। সম্ভব হলে শুক্রবারও রোজা রাখা উচিত। শ্রী লক্ষ্মী সুক্ত পাঠ করতে হবে। ধন-সম্পদের দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে হলে এই দিনে লক্ষ্মীর সঙ্গে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত।
( Maharashtra Vote 2024 Exit Poll: সব একতরফা নয়! কিছু এক্সিট পোল বলছে মহারাষ্ট্রে হাড্ডাহাড্ডি লড়াই NDA-INDIA র মধ্যে)
(Kal Bhairav Jayanti 2024: কাল ভৈরব জয়ন্তী ২০২৪ কবে পড়ছে? শিবের এই রূপের নেপথ্যের কাহিনি দেখে নিন)
শুক্রবার যা করা উচিত নয় - শুক্রবার অর্থের লেনদেন এড়ানো উচিত। শুক্রবার দেওয়া টাকা ফেরত আসে না বলে ধারণা করা হচ্ছে। শুক্রবারে কাউকে অপমান করা উচিত নয়, বিশেষ করে নারী ও মেয়েদের। মা লক্ষ্মীকে মহিলাদের মধ্যে বাস করা হয়। শুক্রবারে তামসিক খাবার থেকে দূরে থাকা উচিত। এই দিনে টক খাবার এড়িয়ে চলা উচিত বলে বিশ্বাস করা হয়।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)