স্বপ্ন শাস্ত্র প্রতিটি স্বপ্নের পৃথক পৃথক ব্যাখ্যা দিয়ে থাকে। ভয়ের স্বপ্ন যে জীবনে সবসময় সমস্যা আগমনের ইঙ্গিত দেয়, তা নয়। আবার ভালো স্বপ্ন দেখেও অনেক সময় সমস্যা পড়তে হয়। স্বপ্নে নিজেকে কাঁদতে দেখার কী অর্থ হতে পারে, তাও ব্যাখ্যা করে স্বপ্ন শাস্ত্র।১. স্বপ্ন শাস্ত্র অনুযায়ী, কোনও ব্যক্তি স্বপ্নে নিজেকে কাঁদতে দেখলে বুঝতে হবে যে, বাস্তব জীবনে শীঘ্র পরিস্থিতি পাল্টাতে চলেছে। আয়ু বাড়বে ও আর্থিক পরিস্থিতিও মজবুত হবে। ২. নিজের কান্নার স্বপ্ন দেখা, ব্যক্তির মানসিক অবস্থার বর্ণনা করে। বাস্তব জীবনে কোনও সমস্যার কারণে চিন্তিত থাকলে এমন স্বপ্ন আসে বলে মনে করা হয়। মনস্তত্ববিদদের মতে, যাঁরা বাস্তব জীবনে কাঁদতে পারে না, তাঁরা স্বপ্নের মধ্যে কেঁদে মন হালকা করেন।৩. স্বপ্নে কোনও বাচ্চাকে কাঁদতে দেখা অশুভ ইঙ্গিত বহন করে। এটি কোনও সমস্যার আগমনের কথা জানিয়ে থাকে। আর্থিক সমস্যার মুখে পড়তে পারেন। এমনকি কোনও দুর্ঘটনা ঘটার দিকে ইশারা দেয় এমন স্বপ্ন।৪. কোনও ব্যক্তিতে কোণে বসে কাঁদাতে থাকার স্বপ্ন দেখেন, তা হলে স্বপ্ন শাস্ত্রে একে শুভ সংকেত মনে করা হয়। ভবিষ্যতে উন্নতি হতে পারে। পুরনো দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে পারেন। আটকে থাকা অর্থ লাভের দিকে ইঙ্গিত দেন এমন স্বপ্ন। কোনও যাত্রার পরিকল্পনা করতে পারেন আপনারা।