বাংলা নিউজ > ভাগ্যলিপি > দুর্গার আগমনে বিলম্ব, মলমাস-অধিকমাসের জোড়াফলায় ১৬৫ বছর পরে বিরল যোগ
সাধারণত প্রতি বছর পিতৃপক্ষ শেষ হওয়ার পরের দিন থেকেই দুর্গাপুজো শুরু হয়। কিন্তু এ বছর এমন হবে না। বরং পিতৃপক্ষ শেষের এক মাস পর শুরু হবে শারদীয়া দুর্গোৎসব। উল্লেখ্য ১৬৫ বছর পর এমন যোগ দেখা দিয়েছে।
চলতি বছর ৩ সেপ্টেম্বর থেকে পিতৃপক্ষ শুরু হচ্ছে। শেষ হবে ১৭ সেপ্টেম্বর। পিতৃপক্ষ শেষ হওয়ার পর থেকেই অধিকমাস শুরু হয়ে যাবে। যা ১৬ অক্টোবর পর্যন্ত চলবে। তাই এর পর ১৭ অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপুজো।
পিতৃপক্ষ শেষের পর অধিকমাস শুরু হওয়ার কারণে এ বছর এক মাস দেরিতে দুর্গাপুজো শুরু হবে। আশ্বিন মাসে মলমাস থাকা ও পিতৃপক্ষের এক মাস পর দুর্গাপুজো শুরু হওয়ার মতো ঘটনা ১৬৫ বছর ফের ঘটছে।
২৫ নভেম্বর দেবউঠনী একাদশীর পর চতুর্মাস শেষ হবে। এর পরই অন্যান্য সমস্ত মাঙ্গলিক কাজ করা যাবে।
দুর্গাপুজোর নির্ঘণ্ট:
- ১৭ অক্টোবর, শনিবার প্রতিপদ।
- ১৮ অক্টোবর, রবিবার দ্বিতীয়া।
- ১৯ অক্টোবর, সোমবার তৃতীয়া।
- ২০ অক্টোবর, মঙ্গলবার চতুর্থী।
- ২১ অক্টোবর, বুধবার মহাপঞ্চমী।
- ২২ অক্টোবর, বৃহস্পতিবার মহাষষ্ঠী।
- ২৩ অক্টোবর, শুক্রবার মহাসপ্তমী।
- ২৪ অক্টোবর, শনিবার মহাষ্টমী ও মহানবমী।
- ২৫ অক্টোবর, রবিবার মহানবমী ও বিজয়া দশমী।
- ২৬ অক্টোবর, সোমবার দুর্গা প্রতিমা বিসর্জন।
আজকের রাশিফল
ভাগ্যলিপি খবর