স্বর্ণমন্দিরের গেটে তখন 'সেবায় নিযুক্ত' সুখবীর সিং বাদল, তখনই চলল গুলি
- স্বর্ণমন্দিরে শিরোমণি অকালি দলের নেতা সুখবীর সিং বাদলের ওপর গুলি চালানো হল। ঘটনাটি আজ সকালেই ঘটেছে। উল্লেখ্য, অকাল তখতের শোনানো শাস্তি অনুযায়ী, অমৃতসরের স্বর্ণ মন্দিরে 'সেবাদার' হিসাবে কাজ করতে হচ্ছে সুখবীর সিং বাদলকে। আজ সেই শাস্তি পালনের দ্বিতীয় দিন ছিল। আর সেই সময়ই সুখবীরকে লক্ষ্য করে গুলি চালানো হয়।