বাংলা নিউজ >
দেখতেই হবে > Video: অস্থির বাংলাদেশ! কোন আতঙ্কে ঘুম উড়েছে মালদা সীমান্তের বাসিন্দাদের?
Video: অস্থির বাংলাদেশ! কোন আতঙ্কে ঘুম উড়েছে মালদা সীমান্তের বাসিন্দাদের?
Updated: 10 Dec 2024, 07:55 PM IST Laxmishree Banerjee বাংলাদেশ থেকে ভারতে জঙ্গি অনুপ্রবেশের ভয়ে তটস্থ একাধিক ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার মানুষ। মালদার ভারত বাংলাদেশ সীমান্তের হবিবপুর ব্লকের যাদব নগর, আইহো সহ একাধিক এলাকার মানুষ ঘুমোতে ভয় পাচ্ছেন। সন্ধ্যের আগেই বাড়িতে চলে আসছেন। আবার সীমান্ত এলাকার অনেক বাসিন্দাদের এও অভিযোগ বাংলাদেশের এই অস্থির পরিস্থিতির জেরে এলাকায় চুরি ছিনতাই বেড়েছে। অনুমান ওপার বাংলা থেকে সীমান্ত পারাপার হয়ে বাংলায় চুরি ছিনতাই করে রাতের অন্ধকারে সে দেশে ফিরছেন দুষ্কৃতীরা। যদিও বিএসএফের পক্ষ থেকে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে বলে খবর। নিরাপত্তা বাড়ানো হয়েছে মালদহের ১৭২ কিলোমিটারের সীমান্ত এলাকা জুড়ে।